Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Washington Sundar: ধারাবাহিক সুযোগ মিলছে না, সুন্দরের কেরিয়ার নিয়ে কী বলছেন তাঁর আইপিএল কোচ?

    1 week ago

    আমদাবাদ: আইপিএলে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে খেলেন ওয়াশিংটন সুন্দ র(Washington Sundar)। গত মরশুমে গুজরাতের জার্সিতে মাত্র ৬টি ম্য়াচ খেলেছিলেন তারকা অলরাউন্ডার সুন্দর। টিম কম্বিনেশনের জন্যই লিগের সব ম্য়াচে তাঁকে খেলানো সম্ভব হয়নি। তবে আগামী মরশুমে যতটা বেশি সম্ভব সুন্দরকে খেলানো হতে পারে, সেই বিষয়ে আশ্বস্ত করেছেন আশিস নেহরা। ভারতীয় দলে ওয়াশিংটনের ঠিক কী ভূমিকা, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আদৌ তিনি ব্যাটার অলরাউন্ডার না কি স্পেশালিস্ট স্পিনার, তা বোঝা দায়। 

    নেহরা বলছেন, ''ওয়াশিংটন সুন্দরের যা স্কিল সেট, তাতে আমি মনে করি সুন্দর এমন একজন ব্যাটার, যে কোনও স্লটে ব্যাটিং করতে পারে। ১-৬ ও ৭ নম্বর পর্যন্ত যে কোনও স্লটে ব্যাটিং করতে পারে ও। ও ব্যাটার না বোলার, এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। ব্যাটিং ও বোলিংয়ে পুরো প্যাকেজ ওয়াশিংটন সুন্দর।''

    গুজরাত টাইটান্সের হেডকোচ আরও বলেন, ''পাওয়ার প্লে-তে দারুণ ব্যাটিং করতে পারে ওয়াশিংটন। নতুন বলে বোলিং করতে পারে। দলের যেভাবে প্রয়োজন, সেভাবেই ও পারফর্ম করে। ওয়াশিংটন সুন্দর এখনও শেষ হয়ে যায়নি। ও এখান থেকে আরও উন্নতি করবে। ওর বয়স মাত্র ২৫, ২৬ বছর বয়। গত মরশুমে টিম কম্বিনেশনের জন্য সেভাবে সুন্দরকে ব্যবহার করা সম্ভব হয়নি। তবে আগামী মরশুমে ও বেশি ম্য়াচ খেলতে পারবে, এতে আশাবাদী আমি।'' উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্য়াচের কোনওটিতেই খেলানো হয়নি সুন্দরকে। 

    গিলের পাশেও দাঁড়ালেন নেহরা

    আইপিএলে গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন শুভমন গিল। তিনিও চূড়ান্ত অফফর্মে রয়েছেন। গত ১০ ইনিংসে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাত্র ১৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪০-এর নীচে নেমে গিয়েছেদেশজুড়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার দাবি উঠছে। আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা। আবার এই ফ্র্যাঞ্চাইজিরই ক্যাপ্টেন শুভমননেহরা বলছেন, ''আমি গিলের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নই। তিন মাস তো দূর, তিন সপ্তাহও যদিও দূরে থাকে আইপিএলের, তবুও আমি চিন্তা করব না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র দুটো ম্য়াচ খেলা হয়েছে। এটাই আমাদের সমস্যা। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, মাত্র দুটো ম্য়াচের ওপর নির্ভর করে যদি শুভমন গিলের মত কোনও প্লেয়ারকে সমালোচিত হতে হয়, তাহলে কিছুই বলার নেই।''

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে জিওস্টারের সঙ্গে বিচ্ছেদ? তুমুল জল্পনার পর কী বিবৃতি দিল আইসিসি?
    Next Article
    IND vs SA: অর্শদীপের দিকে গম্ভীর চাহনি, চোয়াল শক্ত করে হাত মেলালেন দুবের সঙ্গে, হারের পর ভাইরাল গৌতির ভিডিও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment