Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Virat Kohli: 'ভগবানের কাছে কৃতজ্ঞ, স্বপ্নপূরণের থেকে কম কিছু নয়', ইতিহাস গড়ে বললেন কোহলি

    1 week ago

    বঢোদরা: যাঁকে আইডল মেনে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, তাঁর রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিং কোহলি। কুমার সাঙ্গাকারাকে টেক্কা দিয়ে দুই নম্বরে উঠে এসেছেন বিরাট। তাঁর ঝুলিতে এখন রয়েছে ২৮,০৬৮ রান। সামনে সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে ৩৪, ৩৫৭ রান। 

    অল্পের জন্য শতরান মিস করলেও বিরাটের ব্যাট থেকেই এসেছিল ৯৩ রান। ৯১ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান বিরাট। খেলার শেষে তিনি বলেন, "আমি যখন আমার কেরিয়ারটা পেছন ফিরে দেখি তাহলে অসংখ্য মধুর স্মৃতি রয়েছে। ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ। অনেক কিছু পেয়েছি।"

    প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, "আমি বরাবরই নিজের ক্ষমতা সম্পর্কে জানতাম। নিজের ক্ষমতা যতটুকু তার মধ্যেই আরও পরিশ্রম করে নিজের উন্নতির চেষ্টা করতাম।"

    অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ওয়ান ডেতে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে তারপর থেকে যেন প্রতিটি ইনিংসে সমালোচকদের জবাব দিচ্ছেন বিরাট। নাগাড়ে সাত সাতটি ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই শতরানের পাশাপাশি এক অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও এক শতরান ও এক অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে।

    এবার সপ্তাহান্তে বঢোদরায় কোহলির ব্যাট থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে এল ফের এক অনবদ্য ইনিংস এল। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, ৯১ বলে ৯৩ রানের ইনিংসে খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেললেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন।

    ২০২৭ বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিজেকে ম্যাচ ফিট রাখতে চাইছেন বিরাট। বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন।  শতরানও হাঁকিয়েছেন৷ এবার জাতীয় দলের জার্সিতেও নিজের চেনা ছন্দেই কিং কোহলি।

    Click here to Read More
    Previous Article
    US Strikes Venezuela: মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসার জোগাড়, অসাড় শরীর, রক্তবমি…মাথা তুলে দাঁড়াতেই পারেননি সৈনিকরা, ভেনিজুয়েলায় কী অস্ত্রপ্রয়োগ আমেরিকার?
    Next Article
    IND vs NZ: বিরাটের শতরান মিসের আক্ষেপ মেটাল কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের জয়

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment