Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Virat Kohli: '+1M Aura', বিজয় হাজারেতে কোহলি মাঠে নামতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে, বিশেষ পোস্ট গুগল ইন্ডিয়ার

    1 day ago

    নয়াদিল্লি: প্রায় দেড় দশক পরে তিনি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) মাঠে নেমেছিলেন। তাঁর কামব্যাক ম্যাচ ঘিরে ছিল প্রবল প্রত্যাশা, উন্মাদনা। হতাশ করলেন না বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি ১৩১ রানের ইনিংস খেলেন। লিস্ট এ কেরিয়ারে এটি তাঁর ৫৮তম শতরান।

    বিরাট কোহলি যেখানেই যান তাঁকে ঘিরে আগ্রহ থাকে চরমে। বিজয় হাজারে ট্রফিতে এই ম্যাচ ঘিরেও তার অন্যথা হয়নি। তবে দুর্ভাগ্যক্রমে এই ম্যাচটি লাইভ সম্প্রচার হয়নি। তাই স্কোর জানতে গুগলই ছিল ভরসা। আর সেখানেও একেবারে সার্চের বন্যা। গুগলের তরফে দুইটি পোস্ট করা হয়। একটিতে লেখা হয়, 'Refreshing 181818 times on Search', যা কোহলির ১৮ জার্সির ইঙ্গিতবাহী এবং আরেকটি পোস্টে '+1M Aura' যেটি এই ম্যাচের সময়ে ম্যাচের স্কোর আপডেট এক মিলিয়ন বার সার্চ করা হয়েছে বলেই জানানো হয়।

     

    এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নীতীশ রেড্ডির অন্ধ্র প্রদেশ ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লির হয়ে ওপেনে নেমেছিলেন প্রিয়াংশ আর্য ও অর্পিত রানা। অর্পিত খাতা খোলার আগেই ফিরে যান। এরপরই নিজের চিরাচরিত তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন কোহলি। প্রথমে প্রিয়াংশের সঙ্গে জুটি বেঁধে ও পরে নীতীশ রানার সঙ্গে জুটি বেঁধে দিল্লিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান বিরাট। রোহিতও এদিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই বিরাটও শতরান পূরণ করেন। ৮৩ বলে শতরান পূরণ করা বিরাট শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। রানা ৭৭ রান করেন। তবে ততক্ষণে দিল্লির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।

    অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৮৩ বলে শতরান পূরণ করে ফেললেন কিং কোহলি। লিস্ট এ ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ৬০টি শতরান করেছিলেন। বিরাটের ৫৮ তম শতরান হয়ে গেল। মাস্টারের রেকর্ড কি অক্ষত থাকবে? না কি এখানেও কিছুদিনের মধ্য়ে বিরাট দখল নেবেন? সেটাই দেখার বিষয় হতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    Rohit And Virat: নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোহিত-বিরাটের সামনে
    Next Article
    Hardik Pandya: জাহান্নমে যাও, বান্ধবীর সামনেই আক্রমণ হার্দিককে! কী করলেন ভারতের তারকা অলরাউন্ডার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment