Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Rohit And Virat: নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোহিত-বিরাটের সামনে

    1 day ago

    মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে ব্যস্ত ২ তারকা ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২ জনে আগেই। শুধু পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটেই খেলতে দেখা যায় তাঁদের। নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন অনেক গুলো রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রো-কোর সামনে। এক নজরে তা দেখে নেওয়া যাক---

    রোহিতের সামনে যে যে নজির গড়ার হাতছানি রয়েছে

    ওয়ান ডে ফর্ম্য়াটে ৪০০ ছক্কা

    ইতিমধ্যেই এই ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক তিনি। টেক্কা দিয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিকে। এই মুহূর্তে ২৭৯ ওয়ান ডে ম্য়াচে রোহিতের ঝুলিতে রয়েছে ৩৫৫ ছক্কা। এই পরিস্থিতিতে নতুন বছরে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আরও ৪৫টি ছক্কা হাঁকাতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই ফর্ম্য়াটে চারশো ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলবেন রোহিত শর্মা।

    দেড়শো প্লাস স্কোরের নিরিখেও রেকর্ড

    এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিত শর্মা আটবার দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। আর একবার করতে পারলেই সংখ্যাটা নয়ে পৌঁছে যাবে। এক্ষেত্রেও বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়বেন হিটম্য়ান। টেক্কা দেবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।

    প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর

    রোহিত শর্মা আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর নির্বাচিত হয়েছে। তিনিই বিশ্বের প্রথম সক্রিয় ক্রিকেটার যিনি আইসিসির কোনও মেগা টুর্নামেন্টের ব্র্যান্ডা অ্য়াম্বাসেডর নিযুক্ত হলেন।

    বিরাট কোহলির সামনে যে যে নজির গড়ার হাতছানি রয়েছে

    ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রান

    বিরাট কোহলি এই মুহূর্তে ৩০৮ ওয়ান ডে ম্য়াচে মোট ১৪,৫৫৭ রান করেছেন। আর মাত্র ৪৩৩ রান প্রয়োজন, তাহলেই সচিন তেন্ডুলকরকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে দ্রুততম ১৫ হাজার রান করার হিসেবে। মাস্টার ব্লাস্টারের থেকে কম ইনিংস খেলেই ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫ হাজার রান পূরণ করে ফেলবেন কিং কোহলি। 

    লিস্ট এ ক্রিকেটে ৬১ তম সেঞ্চুরি 

    এখনও পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে মোট ৬০টি শতরান করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন। আগামী বছরে সংখ্যাটা ৬১ ত নিয়ে যেতে পারেন বিরাট।

    ৫৫ তম ওয়ান ডে সেঞ্চুরি

    ওয়ান ডে ফর্ম্য়াটে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাটই। ঝুলিতে রয়েছে ৫৩টি সেঞ্চুরি। আগামী বছরে ৫৫টি সেঞ্চুরি করে ফেলতে পারেন বিরাট। 

    Click here to Read More
    Previous Article
    Smriti Mandhana: কপিলের শােয়ে অতিথি বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল, উপস্থিত নেই স্মৃতির, কিন্তু কেন?
    Next Article
    Virat Kohli: '+1M Aura', বিজয় হাজারেতে কোহলি মাঠে নামতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে, বিশেষ পোস্ট গুগল ইন্ডিয়ার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment