Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay Hazare Trophy 2025-26: শামির দুরন্ত বোলিং, শাহবাজের শতরান সত্ত্বেও হার বাংলার, হায়দরাবাদকে জেতালেন সিরাজ, অমন

    1 week ago

    রাজকোট: বঢোদরার বিরুদ্ধ হারের পর নাগাড়ে তিন ম্য়াচ জিতে বিজয় হাজারে ট্রফিতে তড়তড়িয়ে ছুটছিল বাংলা। তবে হায়দরাবাদের বিরুদ্ধে বড় ধাক্কা খেতে হল অভিমন্যু ঈশ্বরণদের। শাহবাজ আমেদের শতরান সত্ত্বেও ১০৭ রানে হারল বাংলা। সৌজন্যে অমন রাও এবং মহম্মদ সিরাজ। 

    এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। শুরুতে নতুন বলে কিন্তু আকাশ দীপ, মুকেশ কুমার ও মহম্মদ শামি, বাংলার তারকা পেসত্রয়ী কোনওরকম প্রভাবই ফেলতে পারেননি। তড়তড়িয়ে হায়দারাবাদের স্কোর শতরান পার করান দুই ওপেনার অমন রাও এবং রাহুল সিংহ। অবশেষে বাংলাকে সাফল্য এনে দেন রোহিত। ৬৫ রানে সাজঘরে ফেরেন রাহুল। তবে এতে হায়দরাবাদের রানের গতি কমেনি। তিলক বর্মা এবং অমন দলকে এগিয়ে নিয়ে যান। হায়দরাবাদ ২০০-র গণ্ডি পার করার ঠিক আগে তিলককে ৩৪ এবং অভিরথকে ৫ রানে ফেরান শাহবাজ ও শামি।

    এদিন অবশ্য অমন থামার কোনও মুডেই ছিলেন না। অপরপ্রান্তে যাই হোক, তিনি ব্যাট করেই যান। ইনিংসের শেষ বলে নিজের প্রথম দ্বিশতরান করার জন্য অমনের ছক্কার প্রয়োজন ছিল, তিনি ঠিক সেটাই করেন। ছয় মেরে এক স্মরণীয় ডাবল সেঞ্চুরি পূরণ করেন অমন। তাঁকে কিন্তু এ বারের আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে। তাঁর ইনিংস নিশ্চয়ই রয়্যালস ম্যানেজমেন্টের মুখে হাসি ফোটাবে। ১২টি চার এবং ১৩টি ছক্কার সুবাদে ২০০ রানে অপরাজিত থাকেন অমন। বাংলার হয়ে মহম্মদ শামি সর্বাধিক তিন উইকেট নেন। পাঁচ উইকেটের বিনিময়ে ৩৫২ রানে ইনিংস শেষ করে হায়দরাবাদ।

    জবাবে বাংলার হয়ে এদিন ঈশ্বরণের সঙ্গে ব্য়াটে নামেন অভিষেক ঘটানো তরুণ উইকেটরক্ষক সুমিত নাগ। তবে সুমিত ১০ রানের বেশি করতে পারেননি। তাঁকে ফেরান সিরাজ। এরপর ঈশ্বরণ সিরাজের বলে পরের ওভারে নাগাড়ে দুই বাউন্ডারি মারার পরেই সিরাজ তাঁকে ১৫ এবং সুদীপ ঘরামিকে শূন্য রানে ফিরিয়ে ম্যাচে হায়দরাবাদকে এগিয়ে দেন। করণ লাল আউট হলে বাংলা ৫০ রানে চার উইকেট হারিয়ে ফেলে। অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ এমন পরিস্থিতিতে বাংলাকে উদ্ধার করার চেষ্টা চালান। দুইজনে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন।

    অনুষ্টুপ ৫৯ রানে আউট হলেও, শাহবাজ লড়াই চালিয়ে যান। নিজের দুরন্ত ফর্ম অব্য়াহত রেখে শতরানও হাঁকান বাংলার তারকা অলরাউন্ডার। তবে দুর্ভাগ্যবশত কেউ তাঁকে সঙ্গ দেননি। শাহবাজ এক প্রান্তে ১০৮ রানে অপরাজিতই থেকে যান। ২৪৫ রানেই বাংলার ইনিংস গুটিয়ে যায়। নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে চার উইকেট নিয়ে নজর কাড়েন মহম্মদ সিরাজ।

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: বিজয় হাজারেতে অপ্রতিরোধ্য দল, ব্যাটে গড় ১২৩, রাহানের বদলে এই তারকাকে KKR-র নেতা করার উঠছে দাবি
    Next Article
    Gold Price Today :মঙ্গলে ফের রকেটগতি সোনার দামে, পাল্লা দিল রুপোও, আজ দাম জানলে চমকে যাবেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment