Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Venezuela Update : ফের তীব্র অশান্তি ভেনেজুয়েলায়! প্রেসিডেন্ট হাউসের কাছেই বহুক্ষণ বোমা-গুলি,ড্রোন-হামলাও

    1 week ago


    নয়া দিল্লি: মাদক পাচারের অভিযোগে দীর্ঘ কয়েক মাস ধরেই ভেনেজুয়েলার সঙ্গে সংঘাত চলছিল ট্রাম্প সরকারের।  শনিবার দেড়শোর বেশি এয়ারক্র্যাফট পাঠিয়ে, একেবারে মাঝ রাতে প্রাসাদ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে আনে ডেল্টা ফোর্স। তারপর থেকেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে ভেনেজুয়েলা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে ডেলসি রডরিগেজ শপথ নেওয়ার পর, ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে নতুন করে সংঘর্ষের খবর মিলেছে।

    স্থানীয় সময় অনুযায়ী, ৫ জানুয়ারি, রাত ৮টা নাগাদ প্রেসিডেন্টের প্যালেসের কাছেই প্রায় ৪৫ মিনিট ধরে তীব্র গুলির লড়াই চলে। ক্যারাকাসের অন্যান্য জায়গাতেও গুলির লড়াই চলে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষের সময় ড্রোন ও এয়ারক্রাফ্টের শব্দ শোনা গেছে। ভেনেজুয়ালের রাজধানী ক্যারাকাসের বিভিন্ন জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কাদের মধ্যে সংঘর্ষ, কোন পরিস্থিতিতে সংঘর্ষ, ঠিক কী ঘটেছে, ভেনেজুয়েলা প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রেসিডেন্টের প্যালেসের কাছে বিমান-বিধ্বংসী গোলাবর্ষণের খবর মিলেছে। ড্রোন লক্ষ্য করেও হামলা চালানো হয়ে থাকতে পারে।  

    ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশের সংরক্ষণে রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল, যা গোটা বিশ্বে মজুত তেলের এক তৃতীয়াংশ। ভেনেজুয়েলার মোট রফতানির ৯৫ শতাংশই হল তেল। প্রতিদিন ৩০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে এই দেশ। মারাকাইবো, অ্যাপিওর, ওরিয়েন্টাল ও ফ্যালকন-এ ভেনেজুয়েলার মূল তৈল ভাণ্ডারগুলি রয়েছে। এরই সঙ্গে, ভেনেজুয়েলা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ(OPEC)-এর প্রতিষ্ঠাতা সদস্যও। এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার কি দখল করাই এখন ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ এমনটাই মনে করছে। 

    এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর সতর্ক রয়েছে ভারতও। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে,ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি গভীর উদ্বেগের বিষয়। আমরা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি বলা হয়েছে, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি সমর্থন ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। একইসঙ্গে ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। 

    নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের অভিযোগ কি নিছকই তুচ্ছ? নিজের পছন্দের লোককে চেয়ারে বসিয়ে ভেনেজুয়েলার তৈল ভাণ্ডারে থাবা বসানোই কি ট্রাম্পের মূল টার্গেট? আমেরিকার এলিট বাহিনী ডেল্টা ফোর্স-কে দিয়ে ভেনেজুয়েলায় আমেরিকার হামলা চালানোর বিষয়টি তারই সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ।  

     

    Click here to Read More
    Previous Article
    Japan Earthquake : জাপানে তীব্র ভূমিকম্প ! পরপর আফটার শক, বড় সুনামি আশঙ্কা?
    Next Article
    Weather Update : এবারের শীতে রেকর্ড ঠান্ডা ! কলকাতায় স্বাভাবিকের থেকে এতটা নামল পারদ, কত আজ তাপমাত্রা?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment