Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘ভাইজান’ মুস্তাফিজুরের পাশে শাহিন! ভারতকে ‘অখেলোয়াড়ি’ বলে তোপ পাক পেসারের

    6 days ago

    'ফাঁকা কলসির আওয়াজ বেশি', শাহিনকে তোপ নেটিজেনদের।

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করেছে বিসিসিআই। সেই পদক্ষেপের তীব্র নিন্দায় সরব হয়েছে বাংলাদেশ। মুস্তাফিজ কাণ্ডের প্রতিবাদে পদ্মাপাড়ে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে নাম না করে ভারতকে তোপ দাগলেন পাক পেসার শাহিন আফ্রিদি। তবে শাহিনকে পালটা দিয়েছেন নেটিজেনরাও।

    মুস্তাফিজুর ইস্যু ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকী আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না। সবমিলিয়ে টালমাটাল পরিস্থিতি। এহেন পরিস্থিতিতেই খানিক উসকানিমূলক মন্তব্য করলেন পাক পেসার। ভারতের নাম না করলেও সটান ভারতের দিকেই আঙুল তুলে দিয়েছেন তিনি।

    বুধবার শাহিন (Shaheen Shah Afridi) স্পষ্ট বলেন, “সীমান্তের ওপারের লোকজন খেলোয়াড়ি মানসিকতা লঙ্ঘন করেছে। তবে আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা খেলাতেই মন দেব। মাঠে নেমেই আমরা জবাব দেব।” যদিও শাহিনের এই মন্তব্য এশিয়া কাপ প্রসঙ্গে। পহেলগাঁও হামলার পর প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে হাত মেলায়নি ভারত। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক সখ্য এবং মুস্তাফিজুর ইস্যুতে বেশ প্রাসঙ্গিক হয়ে গিয়েছে শাহিনের এই মন্তব্য।

    নেটিজেনরা অবশ্য শাহিনকে পালটা দিতে ভোলেননি। অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে এক নেটিজেন বলেন, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ চোট পাওয়া শাহিনকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, ‘মাঠে নেমে জবাব দেওয়ার মতো ফিটনেস আছে আপনার?’ উল্লেখ্য, বর্তমানে হাঁটুর চোটে কাবু পাক পেসার। তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, জানা নেই। তা সত্ত্বেও ভারতকে মাঠে নেমে জবাব দেওয়ার কথা বলছেন, এই বিষয়টিকে নিয়েই মশকরায় মেতেছে নেটদুনিয়া।

    Click here to Read More
    Previous Article
    নজির গড়ে সেঞ্চুরি রুতুরাজের, বিজয় হাজারেতে বঞ্চনার জবাব ‘ব্রাত্য’ সরফরাজেরও
    Next Article
    বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন মুস্তাফিজুররা? দু’দিনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে আইসিসি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment