Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Vaibhav Sooryavanshi: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সূর্যবংশী

    18 hours ago

    নয়াদিল্লি: হতে পারে মাত্র ১৪ বছর বয়স। কিন্তু এই বয়সেই ২২ গজে যা সব কাণ্ড ঘটিয়ে বসেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), তা অবিশ্বাস্য। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বৈভব। শুক্রবার তার হাতে মানপত্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।ভারতে কমবয়সীদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে বৈভব। ৫ থেকে ১৫ বছর বয়সি কেউ অসামান্য কৃতিত্বের অধিকারী হলে তাকে রাষ্ট্রীয় বাল পুরস্কার সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর বৈভব ও অন্য পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল। সেখানেই প্রধানমন্ত্রীকে দেখা যায় বৈভবের পিঠ চাপড়ে দিতে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথা বলতেও দেখা যায়। 

    বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের জার্সিতে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেছিল বৈভব। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা হাঁকিয়েছিল বৈভব। লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে ১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েছে বৈভব। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান হাঁকিয়েছিল সে। ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিল বৈভব। সেই ম্যাচে ৩৫ বলে শতরান করেছিল বৈভব। 

    অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব। ৯৫ বলে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল বাঁহাতি এই ওপেনার। এদিকে, বৈভবকে কেন জাতীয় দলে রাখা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শশী তারুর। কংগ্রেস সাংসদ নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''শেষবার ১৪ বছর বয়সি কোনও ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছিল, তা হল সচিন তেন্ডুলকর। এরপর কী হয়েছিল গোটা বিশ্ব জানেন, আমরা সবাই জানি। তাহলে বৈভব সূর্যবংশীর জন্য আমরা অপেক্ষা করছি কেন?''

    বৈভব সূর্যবংশী গত বছরই মাত্র ১৩ বছর বয়সে বিজয় হাজার ট্রফিতে অভিষেক ঘটিয়েছিলবৈভব এই টুর্নামেন্ট খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিল। গত মরশুমে সর্বকনিষ্ঠ হিসাবে ইতিহাস গড়া বৈভব এবার ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেছে। এখনও জাতীয় দলের দরজা না খুললেও ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ দলে নিয়মিত খেলছেন বৈভব। তবে দ্রুত সে দেশের জার্সিতে খেলুক, এমনটাই চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

    Click here to Read More
    Previous Article
    Humayun Attacks Mamata: ‘মমতার আমলেই RSS-এর বাড়বাড়ন্ত, মুখে মুসলিমপ্রীতি, আসলে সনাতনী তোষণ’, বলছেন হুমায়ুন কবীর
    Next Article
    Indian Cricket Team: বিরাট, রোহিত থেকে গিল...একে একে ভারতীয় দলে তারকা সংস্কৃতি যেভাবে বন্ধ করেছেন গম্ভীর, আগরকর

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment