Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Indian Cricket Team: বিরাট, রোহিত থেকে গিল...একে একে ভারতীয় দলে তারকা সংস্কৃতি যেভাবে বন্ধ করেছেন গম্ভীর, আগরকর

    17 hours ago

    মুম্বই: ২০২৫ সালটা ভারতীয় ক্রিকেটের জন্য অদ্ভুত একটা বছর। এই বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে। আবার এই বছরেই দলের দুই তারকা ক্রিকেটার আচমকাই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন। যার জন্য দলের অন্দরে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু কেন গম্ভীর ও আগরকর এভাবে বিদ্বেষের কারণ হলেন?

    আসলে কোচ হয়ে আসার পর ভারতীয় ক্রিকেটে একটা আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি চেয়েছিলেন ভারতীয় দলে কোনও সুপারস্টার সংস্কৃতি থাকবে না। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মার মত তারকাদের বেশি করে আলোচনার আসা। তাঁদের নিয়েই সব জায়গায় চর্চা এমনটা চাননি গম্ভীর। তিনি চেয়েছিলেন যে টিম হিসেবে মাঠে নামবে ভারতীয় দল। যেখানে জিতলেও যেন তার কৃতিত্ব সবার থাকে, তেমনই হারলেও তার দায় সবাইকেই নিতে হবে। 

    গত বছর বর্ডার-গাওস্কর ট্রফি হারতে হয়েছিল ভারতকে। সেই সিরিজেই রোহিত শর্মাকে একটি টেস্টে বসিয়েও দেওয়া হয়েছিল। সেই থেকেই মূলত ছন্দপতন। এরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আচমকাই প্রথমে রোহিত ও পরে বিরাট টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। শুভমন গিলকে অধিনায়ক নির্বাচিত করা হয়। গম্ভীর আশাবাদী ছিলেন যে গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দলই চমক দেখাবে ইংল্যান্ডে গিয়ে। কিন্তু তেমনটা হয়নি। ব্যাটিং কোলাপস দেখা গিয়েছে সিরিজে। এমনকী সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। 

    আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে রোহিত শর্মাকে আচমকাই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। শুভমন গিলকে ওয়ান ডে ফর্ম্য়াটেও নেতৃত্ব তুলে দেওয়া হয়। কিন্তু বছরের শেষে এসে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘােষিত ভারতীয় দলে। বাকি দুটো ফর্ম্য়াটে দেশের নেতৃত্বভার সামলানো গিলকে এই ফর্ম্য়াটে বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ করে দেওয়া হয়েছে। 

    ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের পরের সিরিজে আগামী বছর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে বিরাট ও রোহিত দুজনকেই ফের দেখা যাবে। এই মুহূর্তে দুই অভিজ্ঞ তারকাই বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করেই এগোচ্ছেন দুই তারকা। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে ইতিমধ্য়েই দুই তারকাই অবসর নিয়ে নিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    Vaibhav Sooryavanshi: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সূর্যবংশী
    Next Article
    SIR in Bengal: কারও নামের বানানে হেরফের, কারও ঠিকানাবদল, নোটিস পেয়ে কাগজপত্র নিয়ে ছুটে এসেছেন দলে দলে, শুরু SIR-শুনানি

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment