Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: ভারতে বিশ্বকাপের ম্য়াচ খেলতে আসতে নারাজ বাংলাদেশ, এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলল বিসিসিআই

    2 days ago

    মুম্বই: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবল বিতর্কের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল তরফে ছেড়ে দেওয়া হয়। এর পরের দিনই বাংলাদেশের (Bangladesh Cricket Team) তরফেও কড়া জবাব দেওয়া হয়। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত থেকে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি লেখে বাংলাদেশ। তাও একবার নয়, দুই দুইবার। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

    শুক্রবার বিসিসিআইয়ের কর্তারা মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের কার্যকলাপ ও না না বিষয়ে বিশেষ করে ইয়ুথ ক্রিকেট নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। সেই বৈঠকের পরেই রিপোর্টাররা বিসিসিআই সচিবকে বাংলাদেশের এদেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে না আসার অনুরোধ প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে সাইকিয়া বলেন, 'আজকের বৈঠকটা সেন্টার অফ এক্সিলেন্স এবং অন্যান্য না না ক্রিকেটীয় বিষয় নিয়ে হয়েছে। ওই বিষয়ে কথা বলা তো আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।'

    বিশ্বকাপের ভেন্যু বদলেপ গোটা বিষয়ে বিসিবিকে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল পরামর্শ দেন যে সব সিদ্ধান্ত ক্রিকেটের কথা মাথায় রেখে ভেবেচিন্তে নেওয়া উচিত।যে মন্তব্যের জন্য নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছেই আক্রান্ত হন তামিম। এমনকী, তামিমকে 'ভারতের দালাল' বলে আক্রমণ করেছেন খোদ বিসিবি-র ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। 

    তবে নাজমুলের মন্তব্যের পর অগ্নিগর্ভ বাংলাদেশের বাইশ গজ। তুমুল সমালোচনা শুরু হয়েছে বিসিবি কর্তার। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, 'প্রাক্তন জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী।'

    তামিম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নাজমুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তাইজুল ইসলামের। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এই মন্তব্যের দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্য এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়েই গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহি দেওয়ার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।'

    বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমু হোসেন শান্তও এর কড়া বিরোধিতা করে জানান, 'এহেন মন্তব্য একজন ক্রিকেটার, প্রাক্তন অধিনায়কের বিষয়ে বলা হয়েছে যা খুবই হতাশাজনক। খেলোয়াড়রা হিসাবে সে অধিনায়ক হোক, সফল ক্রিকেটার হোক বা না হোক, আমরা সকলেই সম্মান পাওয়ার আশা করি। দিনের শেষে ক্রিকেটাররা তো সেটারই আশা করে। ক্রিকেট বোর্ডকে তো আমরা নিজের অভিভাবক মনে করি। আশা করি ওরা আমাদের রক্ষা করবে। অভিভাবকরা আমাদের বাড়িতে একান্তে শুধরে দেবে সকলের সামনে এমনভাবে নয়। এটা মেনে নেওয়া খুব কঠিন। খেলোয়াড় হিসাবে আমি এই মন্তব্যের আমি সম্পূর্ণ বিরোধিতা করি।'

    বাংলাদেশের ক্রিকেটে যে বর্তমানে স্বরগরম, তা বলাই বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    India vs New Zealand: নিউজ়িল্যান্ড সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা খেল ভারত, চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা ক্রিকেটার!
    Next Article
    Ram Mandir News: অযোধ্যায় রামমন্দিরে ঢুকে নমাজ? উত্তরপ্রদেশে হেফাজতে কাশ্মীরি প্রৌঢ়, জিজ্ঞাসাবাদ শাল বিক্রেতাদেরও

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment