Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: বাদ রিকেলটন, স্টাবস, ফিরলেন রাবাডা, মারক্রামের নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

    1 week ago

    নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছর পরে গিয়েছ। সামনের মাসেই ভারত এবং শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর। তার আগে ধীরে ধীরে সব দেশেই মেগা টুর্নামেন্টের জন্য নিজেদের দল ঘোষণা করে দিচ্ছে। গত বারের চ্যাম্পিয়ন ভারতীয় দল তো গত বছরই নিজেদের দল ঘোষণা করেছিল। এবারে রানার্স আপ দক্ষিণ আফ্রিকাও (South Africa Cricket Team) স্কোয়াড জানিয়ে দিল।

    যথারীতি দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে চোটের কারণে খেলতে পারেননি কাগিসো রাবাডা, অবশ্য বিশ্বকাপ দলে রয়েছেন তিনি। কামব্যাক ঘটানো কুইন্টন ডিককও দলে সুযোগ পেয়েছেন। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই আরেক তারকা কিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে দলে রাখেনি প্রোটিয়ারা। এমনকী তারকা মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবসের ভাগ্যেও শিঁকে ছেড়েনি। 

    কাগিসো রাবাডা বাদেও এনরিখ নখিয়া, মার্কো জানসেন, লুঙ্গি এনগিদি, কুইনা মাফাকা, কর্বিন বশদের নিয়ে তৈরি এক শক্তিশালী ফাস্ট বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপে খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। অনভিজ্ঞ জেসন স্মিথকে প্রোটিয়া দলে নেওয়া নিয়ে বেশ খানিকটা চর্চা হয়। স্পিনসহায়ক ভারতীয় পরিবেশে কেশব মহারাজ এবং জর্জ লিন্ডে প্রোটিয়া দলের মুখ্য স্পিনার হিসাবে খেলবেন। এছাড়া বিকল্প হিসাবে মারক্রাম এবং ডোনাভন ফারেইরা রয়েছেন।

    ফারেইরাই আবার ব্যাক আপ কিপার হিসাবেও দায়িত্ব পালন করতে পারবেন। ব্যাটিং টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিসরাও রয়েছেন প্রোটিয়া দলে। সাত সাতজন প্রোটিয়া ক্রিকেটার প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন।

    অপরদিকে, অস্ট্রেলিয়ান দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মেলবন্ধন রয়েছে। কুপার কনোলি, ম্যাথু শর্ট, ম্যাথু কুনেম্যান, জাভিয়ার বার্টলেটরা রয়েছেন দলে । মাঝে আর মাত্র একমাস । তারপরই টি-২০ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া । মিচেল স্টার্ক অবসর নিয়েছেন । অস্ট্রেলিয়ার আর এক তারকা পেসার প্যাট কামিন্স টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না সেটা স্পষ্ট নয় । যদি তিনি না খেলতে পারেন, পরিবর্ত কাউকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে ।

    মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের বোলিং বিভাগ বেশ অনভিজ্ঞ । প্যাট কামিন্সকে দলে রাখা হয়েছে বটে তবে তিনি চোট নিয়ে অনিশ্চিত। জোরে বোলিং বিভাগে জশ হ্যাজেলউডই সেরা মুখ। স্পিনারদের মধ্যে রয়েছেন অ্যাডাম জাম্পা। ব্যাটিং বিভাগে আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু অধিনায়ক মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ও টিম ডেভিডের। জশ ইংলিস ছাড়া দলে কোনও উইকেটরক্ষক নেই।  

    Click here to Read More
    Previous Article
    Vijay Hazare Trophy 2025-26: বিজয় হাজারেতে রান নিতে গিয়েই বিপত্তি, পাঁজরে চিড় ধরেছে শুভমন গিলের ওপেনিং পার্টনারের
    Next Article
    IND vs SL: টিম ইন্ডিয়ার মহৎ উদ্যোগ, 'দেতোয়া' বিধ্বস্ত শ্রীলঙ্কার সাহায্যে বাড়তি ম্যাচ খেলবে ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment