Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suvendu Adhikari: IPAC-এর অফিসে ইডি আধিকারিকদের হেনস্থা ও শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মিছিল বিজেপির

    1 week ago

    কলকাতা: আইপ্যাককাণ্ডের প্রতিবাদে এবার যাদবপুরেই পথে শুভেন্দু অধিকারী। আইপ্য়াকের অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার পথে নেমেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন বিরোধী দলনেতাও। যাদবপুর থেকেই দেশপ্রিয় পার্ক পর্যন্ত শুভেন্দুর মিছিল চলে এদিন। আইপ্যাকে ইডির তল্লাশির মধ্যেই ফাইল ছিনতাইয়ের অভিযোগে মিছিল। আইপ্যাককাণ্ডের সঙ্গেই চন্দ্রকোণা রোডে কনভয়ে হামলার অভিযোগে মিছিল চলেছে। 

    ঠিক কী হয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে?

    শনিবার সন্ধেয় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারীচন্দ্রকোণা রোডের কাছে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা। কনভয় সেখানে পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। লাঠি, বাঁশ দিয়ে কনভয়ের গাড়ির উপরও মারা হয় বলে অভিযোগ। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়

    বিরোধী দলনেতার কথায়, '১০-১২ জন, সামনে ৮-১০ জন পুলিশ কাঠের বাটাম, মোটা বাঁশ, আমার সামনের গাড়িটা আর পরেরটা দু'টো কালো স্করপিওর ওপর দমাদম দমাদম, আমি যেদিকে কাচের দিকে বসছি, সেদিকে দমাদম দমাদম পিটছে। লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে গাড়ির ওপর ছড়িয়ে দেশলাই মারবে।'

    রাতে দীর্ঘক্ষণ পুলিশ বিট হাউসে বসে থাকেন শুভেনদু অধিকারী। বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগও দায়ের করেন বিরোধী দলনেতা। কিন্তু তাঁর অভিযোগ, তৃণমূলের হামলাকারীদের বাঁচানোর জন্য জামিনযোগ্য ধারা দিয়েছে পুলিশ। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'FIR করেছি, সেকশন দেয়নি। অভিযোগ অনুযায়ী ধারা দিতে হবে। আমি বলেছি জার এনেছিল পুড়িয়ে মারার জন্য আমাকে হত্যা করার চেষ্টা হয়েছে। ১০৯ না দিলে নেব না। এরা সবাই তৃণমূলেরপুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ক্রিমিনাল পুলিশমন্ত্রীর লোকেরা তো ক্রিমিনাল হবে।'

    আইপ্যাকের হানা দিয়ে মমতা এর আগে বলেছিলেন, 'আপনারা মিটিং করলে, পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ, কে না আছে ! আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভীতুর দল, ...প্যারা মিলিটারি দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে, তুমি ল্য ইন অর্ডারে ইনটারফেয়ার করছ ?!.... আমি কালকে যা করেছি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি, এবং যা করেছি, আমি কোনও অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসেছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মত কেন এসছো ? তুমি চুরি করে, সব মানুষের এসআইআর এর টাকা তুলে নিয়ে যাচ্ছিলে ! '

    Click here to Read More
    Previous Article
    Kolkata Mereo: নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা
    Next Article
    ED Raids IPAC: আইপ্যাকে ইডি হানার নেপথ্যে অমিত শাহের মন্ত্রক? চ্যাট তুলে ধরে প্রশ্ন কুণালের, তুললেন চক্রান্তের অভিযোগ

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment