Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ED Raids IPAC: আইপ্যাকে ইডি হানার নেপথ্যে অমিত শাহের মন্ত্রক? চ্যাট তুলে ধরে প্রশ্ন কুণালের, তুললেন চক্রান্তের অভিযোগ

    1 week ago

    কলকাতা: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে ED-র হানা ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই এবার মারাত্মক দাবি করলেন তৃণমূলে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সোশ্য়াল মিডিয়ায় একটি চ্যাটের ছবি পোস্ট করে 'বৃহত্তর চিত্রনাট্য' রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইডি-র গতিবিধি নিয়ন্ত্রণ হচ্ছে কি না, প্রশ্ন তুলেছেন কুণাল। (ED Raids at IPAC)

    প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানউতোর চরমে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রণকৌশল, প্রার্থিতালিকা এবং SIR সংক্রান্ত কাজের নথি ED-কে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী মতা বন্দ্যোপাধ্যায়। পাল্টি ইডি দাবি করে, কয়লাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন মমতা। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে এই ঘটনায়। (ED Raids IPAC)

    সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ী—সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

    ওই চ্যাটের ছবি পোস্ট করে কুণাল লেখেন, 'আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফৎ পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশের তদন্তকারীরা দেখবেন। ইডি-র গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? প্রশ্নটা উঠছে। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক'।

    আইপ্যাকে ইডি-র হানা নিয়ে গোড়া থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে আসছেন মমতা। তাঁর অভিযোগ, নির্বাচনী ময়দানে লড়াইয়ে পেরে না উঠে, তৃণমূলের কৌশল হাতাতে ইডি-কে পাঠানো হয়েছিল। শাহকে তিনি 'ন্যাস্টি, নটি হোম মিনিস্টার' বলেও আক্রমণ করেন। তিন-চার বছর পর পুরনো মামলা নিয়ে হঠাৎ করে ইডি-র এই তৎপরতা, ভোটের মুখে এই সক্রিয়তা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে বলে মত তৃণমূলের। সেই আবহেই কুণালের পোস্ট করা চ্যাটের ছবির দরুণ জল্পনা জোর পেয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari: IPAC-এর অফিসে ইডি আধিকারিকদের হেনস্থা ও শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মিছিল বিজেপির
    Next Article
    Champahati Blast: চম্পাহাটিতে বাজি বিস্ফোরণ কাণ্ডে ১ আহত-র মৃত্যু ! হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না গৌরহরি গঙ্গোপাধ্যায়ের

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment