Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Subhasish Mukhopadhyay: হঠাৎ সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' শুভাশিস! এমন কী ঘটালেন অভিনেতা?

    5 days ago

    কলকাতা: সোশ্যাল মিডিয়ার দৌলতে, 'ভাইরাল' শব্দটা সর্বজনবিদিত হয়ে গিয়েছে। তবে শব্দটা এখনও নতুন প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ। এমন একটা শব্দকে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো বর্ষীয়ান অভিনেতার সঙ্গে জুড়ে দেওয়া যায় কি? তিনি হঠাৎ এমন কী করলেন যে তিনি ভাইরাল হয়ে গেলেন? টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অল্পবয়সী এক সুন্দরীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। আর থেকেই নাকি যত সমস্যা! এক্কেবারে 'ভাইরাল' শুভাশিস!

    আসল রহস্য লুকিয়ে গল্পে। আসলে, অভিনেতা, পরিচালক রাজু মজুমদার শুভাশিসকে কেন্দ্রীয় চরিত্র করে একটি ছবি তৈরি করেছেন। ছবিটির নাম, 'ফনীবাবু ভাইরাল'। ওপরে বলা ঘটনা, গোটাটাই ঘটছে আসলে চিত্রনাট্যে! বাস্তবে নয়। শুভাশিস ছাড়াও, একঝাঁক অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। রয়েছেন, রশ্মনি ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখোপাধ্যায়, মনীশ চক্রবর্তী, তমালি দে মজুমদার, অনিন্দিতা ভদ্র, দ্বীপান্বিতা নাথ, মন্টু মল্লিক, রানা পাল, সমীর কুন্ডু, প্রবীর দত্ত, দেবাশিষ গাঙ্গুলী, অচ্যিন্ত দত্ত ও অন্যান্যরা। 

    গল্পের কেন্দ্রীয় চরিত্র ফনীবাবু, জীবন সংগ্রামে বহু ওঠাপড়া, ভালো-মন্দের মধ্যেও নিজের পরিবারের প্রতি দায়বদ্ধ থেকেছেন চিরকাল। আর তাই, বহু কষ্টে তিলতিল করে জমিজমা, নিজস্ব বাড়ি সবই তার পরিবারের জন্য করেছেন। কিন্তু বর্তমানে, বয়স হয়ে যাওয়ার কারণে, পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা, সবাই তাঁকে বোঝা বলেই মনে করেন। কিন্তু হঠাৎ করে, এহেন ফনীবাবুর জীবনে এমন এক পরিবর্তন আসে যে, তিনি হয়ে যান, 'ভাইরাল'। ভার্চুয়াল স্টার। কিন্তু কী সেই পরিবর্তন? সেই উত্তর লুকিয়ে গল্পে। 

    ছবির সুরের দায়িত্বে রয়েছেন, সমীধ মুখোপাধ্যায় ও দেবদীপ মুখোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন, রুপঙ্কর বাগচী, উর্ভী মুখোপাধ্যায়, পৌষালী বন্দ্যোপাধ্যায় ও সমীধ মুখোপাধ্যায়। ক্যামেরায় সুদীপ্ত মজুমদার। সৃজনশীলতার দায়িত্বে অমিত দে, এডিট, অমিত রায়। পরিচালক এই ছবি নিয়ে বলছেন, 'লকডাউনের অবসরে কিছু লেখালেখির চর্চা করতে করতেই "ফনীবাবু Viral" ছবির চিত্রনাট্য লেখার আইডিয়াটা মাথায় আসে। বর্তমান সময়ে দাঁড়িয়ে, একটা করে মোবাইল সবার হাতেই রয়েছে। আর এখন, 'ভাইরাল' মানেই তো তারকা। মানুষের মূল্যবোধ, চাহিদা আর বদলে যাওয়া সম্পর্কের গল্পেই মজার মোড়কে বলবে এই ছবি।'

    আদিকা প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পাবে এই সিনেমা। ছবিটি নিবেদন করছেন, আদিত্য অশোক। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে ছবির মুক্তির দিন ও।

     

    Click here to Read More
    Previous Article
    Bengali Serial: নায়িকা বাসচালক আর নায়ক হাসপাতালের নার্স! ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে 'ভালবাসার রং-রুট'
    Next Article
    Sidharth Malhotra Birthday: 'সরায়ার বাবা, আমি এখনও তোমায় দেখলে মুগ্ধ হই', সিদ্ধার্থের জন্মদিনে কী কী আয়োজন করলেন কিয়ারা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment