Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bengali Serial: নায়িকা বাসচালক আর নায়ক হাসপাতালের নার্স! ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে 'ভালবাসার রং-রুট'

    5 days ago

    কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ, ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee)। তাঁর বিপরীতে এবার দেখা যাবে, অভিনেত্রী মিষ্টি সিংহ রায় (Mishti Singha Roy)-কে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক, 'ভালবাসার রং-রুট'। আর সেই ধারাবাহিকেরই মুখ্যভূমিকায় দেখা যাবে, ইন্দ্রনীল আর মিষ্টিকে। বর্তমান কলকাতা শহরের একটি মিষ্টি প্রেমের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। 

    এই ধারাবাহিকের নায়িকার নাম রূপাই। পেশায় সে একজন বাসচালক। ছোটবেলা থেকেই রূপাই দেখে এসেছে, তার কাকু পরিবারে রোজগারের জন্য বাস চালান। সেই ছোট্ট থেকে রূপাইয়ের মনে প্রশ্ন জাগে, একজন পুরুষ যদি রোজগারের জন্য কলকাতার ব্যস্ত রাস্তায় বাস চালাতে পারে, তাহলে সেই একই কাজ একজন নারী কেন পারবে না?

    অন্যদিকে রয়েছে, এই গল্পের নায়ক, রেহান। পেশায় সে একজন নার্স। রেহানের স্বপ্ন ছিল, সে চিকিৎসক হবে। কিন্তু বিভিন্ন কারণে, রেহান বেছে নেয় নার্সের পেশা। কিন্তু সেই পেশার কারণে, প্রত্যেক মুহূর্তে তাকে কটাক্ষের শিকার হতে হয়। কারণ নার্সের পেশা সাধারণত একজন মেয়ের। রেহানের মনে প্রশ্ন জাগে, কোনও পেশা কীভাবে শুরু নারী বা শুধু পুরুষের হতে পারে? পেশার ওপর তো সবার সমান অধিকার থাকা উচিত। ২টো মানুষের পেশা নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে কথা বলা নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।

    গল্প নিয়ে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলছেন, 'এই ধারাবাহিকের গল্পটা একেবারে আলাদা। বাংলা ধারাবাহিকে সাধারণত এই ধরণের গল্প দেখা যায় না, যেখানে নায়ক আর নায়িকা ২ জনেই এমন পেশায় রয়েছে যা তথাকথিত সমাজের চোখে স্বাভাবিক নয়। যদি আমার চরিত্রের কথা বলি, রেহান একজন পুরুষ নার্স। যখনই আমরা নার্স বলি, আমরা সাধারণত একজন মহিলাকে ভাবি। কিন্তু এখানে গল্পের নায়ক একজন নার্স। রেহান যথেষ্ট দক্ষ তার কাজে। সে তার মা-কে ভীষণ ভালবাসে, পাশাপাশি কাজের জায়গাতেও সবাইকে মাতিয়ে রাখে, সবার খেয়াল রাখে। ধারাবাহিকের প্রোমোতেই একটা ট্যাগলাইন রয়েছে, 'সেবা করার অধিকার শুধুই কি মেয়েদের?' ট্যাগলাইন থেকেই বোঝা যাচ্ছে, রেহান প্রমাণ করে দেবে যে, ছেলেরাও যত্ন করতে পারে এবং খুব দায়িত্ব নিয়েই করতে পারে। এর আগে সুশান্তদার সঙ্গে 'আমি কে আপন কে পর' ধারাবাহিকে কাজ করেছিলাম। এই গল্পটা একেবারে অন্যরকম। আশা করি দর্শকদের ভাল লাগবে।'

    Click here to Read More
    Previous Article
    Zubeen Garg : 'নেশাগ্রস্ত ছিলেন জুবিন, কিন্তু কেন অত পরিমাণে মদ খাওয়ানো হয়েছিল তাঁকে?' প্রশ্ন অসম SIT- র
    Next Article
    Subhasish Mukhopadhyay: হঠাৎ সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' শুভাশিস! এমন কী ঘটালেন অভিনেতা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment