SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Smriti Mandhana : 'নীরবতা ভেঙে' অবশেষে ইনস্টাগ্রামে পোস্ট স্মৃতি মান্ধানার, কী রয়েছে তাতে ?

    1 week ago

    গত ২৩ নভেম্বর অপ্রত্যাশিতভাবে বিয়ে স্থগিত হয়ে যায় পলাশ মুচ্ছলের সঙ্গে। তারপর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন স্মৃতি মান্ধানা। শুক্রবারই সেই পোস্ট আপলোড করা হয়। যেটি একটি জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডের পেড পার্টনারশিপের অংশ। প্রোমোশনাল এই ভিডিওতে, মহিলা ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ তোলার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ভারতীয় মহিলা ক্রিকেটের সহ অধিনায়ক। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায়। ভিউয়াররা লক্ষ্য করেন, হাতে এনগেজমেন্ট রিং নেই স্মৃতির।

    বিষয়টি সামনে আসতে বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহারকারী বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। ফ্যানদের মধ্যে অনেকে প্রশ্ন তোলেন, এনগেজমেন্টের আগেই এই ভিডিও করা হয়েছিল কি না। কেউ কেউ আবার তাঁর হাতে রিং না থাকা নিয়ে মন্তব্য করেন। এই হ্যান্ডেল ব্যবহারকারী একাধিক জন আবার মন্তব্য করেন, এই অ্যাডটা আগেই শ্যুট করা হয়েছিল, তবে সদ্য প্রকাশ করা হয়েছে। এই টানাপোড়েনের মধ্যে শান্তির আর্জি জানান অনেকে। যদিও এনিয়ে চর্চা বাড়তেই থাকে, কারণ ব্যবহারকারীদের কেউ কেউ উল্লেখ করেন, নিজের সোশাল মিডিয়া অ্য়াকাউন্ট থেকে বিয়ে-সংক্রান্ত সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছেন স্মৃতি। একাংশ ফ্যান আবার যুক্তি দেন, স্মৃতির গলার আওয়াজে পরিবর্তন এসেছে। এজন্য তাঁকে শুভকামনা জানান তাঁরা।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)

    বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের দিনই 'মাথায় আকাশ ভেঙে পড়ে'। হঠাৎই আনন্দ বদলে যায় দুঃখে। মেয়ের বিয়ের দিনই স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। স্থগিত হয়ে যায় স্মৃতি ও পলাশের বিয়ে। তবে বিয়ে স্থগিত হয়ে গেলেও প্রতিনিয়তই বারংবার শিরোনামে উঠে আসছেন পলাশ ও স্মৃতি।

    স্মৃতির বাবার পরে পলাশ নিজেও হাসপাতালে ভর্তি হন। দুইজনের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। তবে মঙ্গলবার, ২ ডিসেম্বর হঠাৎই ফের একবার তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যায়, ৭ ডিসেম্বর দুইজনে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন। তবে স্মৃতির দাদা শ্রবণ এই সব জল্পনা একেবারে থামিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কিছুই হচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রবণ জানান, 'আমার তো এইসব জল্পনা নিয়ে কোনও ধারণাই ছিল না। এখনও অবধি যা পরিস্থিতি, তাতে বিয়েটা এখনও স্থগিতই রয়েছে।'

    Click here to Read More
    Previous Article
    Samik Bhattacharya : 'মালদার আদিনা মসজিদ একসময় আদিনাথ মন্দির ছিল', সংরক্ষণের আর্জি শমীকের; তৃণমূল বলল...
    Next Article
    Rahul Gandhi On Indigo: দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত, দায়ী কে ? রাহুলের নিশানায় কেন্দ্র

    Related ভারত Updates:

    Comments (0)

      Leave a Comment