Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    SIR News: মৃত ভোটারদের তালিকা নিয়ে CEO-দের ফের ৭ দফা নির্দেশ ! কী কী নথি খতিয়ে দেখতে বলা হল ?

    2 weeks ago

    রুমা পাল, কলকাতা : এবার মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলাশাসক ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সতর্কবার্তা দিল কমিশন। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাই করতে বলা হয়েছে। ERO ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যাচাইয়ের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মৃত ভোটারদের তালিকা নিয়ে CEO-দের ফের ৭ দফা নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির রেজিস্টারে থাকা মৃতদের নাম, LIC, BANK, CO OPERATIVE BANK-এ থাকা মৃতদের নথিবদ্ধ নাম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের সমব্যাথী, বার্ধক্য ভাতা, কৃষক প্রকল্প দেখেও মৃতদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। খাদ্য দফতরে জমা পড়া রেশন কার্ডও খতিয়ে দেখা যাবে।

    বিস্তারিত...

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এদিন বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিল। ১২টি রাজ্যের CEO-রা সেই বৈঠকে ছিলেন। চারটি ধাপের কথা বলা হয়েছে। সেগুলি হল- ECI-এর অনলাইনে সমস্ত তথ্য থাকবে, তথ্য মিলিয়ে দেখতে হবে ERO-দের। ডুপ্লিকেট ভোটার ধরার জন্য ECI ইতিমধ্যেই নতুন সফ্টওয়্যার লঞ্চ করে দিয়েছে। ERO সফ্টওয়্যারে থাকবে, ডুপ্লিকেট ভোটার ধরা হবে। ছবির মাধ্যমে তাঁরা আবার যাচাই করবেন। অন্যদিকে, মৃত ভোটার যারা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে আধার কার্ড রয়েছে, ডেথ সার্টিফিকেট রয়েছে। এই সমস্ত মিলিয়ে দেখতে হবে। অন্যদিকে, CEO দফতর থেকে DO বা ERO যারা রয়েছেন, তাঁদের কাছ সাত দফা নির্দেশ গেছে। কীভাবে মৃত ভোটারদের আবারও যাচাই করতে হবে তা বলা হয়েছে। পুরসভা, গ্রাম পঞ্চায়েত,   LIC, BANK, CO OPERATIVE BANK-এ নথি রয়েছে মৃতদের। অন্যদিকে, সরকারি প্রকল্প রয়েছে। অনেক সময় রেশন কার্ড বাতিলের সময়ও যে নথি থাকে, সেই নথি যাচাই করতে হবে। সমস্ত ডেটা যাচাই করতে হবে। অর্থাৎ, মৃত ভোটার যেন একটিও না থাকে। কোনও অবৈধ ভোটার যেন সংযোজিত না হয়।

    পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক না হয়েও কারা এখানে ভোট দিচ্ছে? মৃত্য়ুর পরও কাদের নামে ভোট পড়ছে? সেই ঝাড়াই বাছাই করতেই শুরু হয়েছে SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে মৃত ভোটারের প্রসঙ্গ। তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়াও নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, প্রত্যেক নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকায় এমন বহু সংখ্যক নাম রয়েছে যারা ইতিমধ্যেই মারা গেছেন। নির্বাচন কমিশনকে সেই নামগুলো বাদ দিতে হবে। 

    Click here to Read More
    Previous Article
    SSC News: আদালতের 'গুঁতোর ঠেলা', অবশেষে দাগি শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকা প্রকাশ এসএসসি-র
    Next Article
    Humayun Kabir Exclusive : 'সেলিম সাহেবকে বলেছি, অপেক্ষা করুন' : হুমায়ুন ; আর কোন কোন দল যোগাযোগ করেছেন বলে দাবি ?

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment