Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলে অশান্তি চলছে? প্রশ্ন শুনে অধিনায়ক শুভমন গিল বললেন...

    4 days ago

    বঢোদরা: ভারতীয় দলের অন্দরে কি অশান্তি শুরু হয়েছে?

    কাল, রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) ওয়ান ডে সিরিজ। দেশের মাটিতে ফের রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিকে (Virat Kohli) দেখার সুযোগ ক্রিকেটপ্রেমীদের সামনে। তার আগে ভারতীয় শিবিরে ঝামেলার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছে। বলাবলি হচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় দলে থাকলেই নাকি ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদের পারস্পরিক সম্পর্কে শীতলতা ধরা পড়ছে!

    যদিও ড্রেসিংরুমে ফাটলের জল্পনা উড়িয়ে দিলেন শুভমন গিল (Shubman Gill)। চোট সারিয়ে যিনি ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে ফিরছেন।

    ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দলে থাকার ব্যাপারে দুই কিংবদন্তিই কার্যত নিশ্চিত। যদিও টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুই সিনিয়র ক্রিকেটারের অশান্তি চলছে বলে খবর। তবে শুভমন সেই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, রোহিত ও কোহলির ভারতীয় ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা উদাহরণ হওয়া উচিত।

    নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে এক সাংবাদিকের প্রশ্নে গিল বলেছেন, 'দলের আবহ চমৎকার। যে দুজন ক্রিকেটারের কথা বলছেন, তাঁরা কয়েক দশক ধরে ড্রেসিংরুমের এই আবহে রয়েছে। ওরা এমন দুজন লোক যারা ভারতীয় ক্রিকেটকে সব সময় এগিয়ে নিয়ে গিয়েছে। এমনকী আগের সিরিজেই আপনারা দেখেছেন ওরা কীরকম পারফর্ম করেছে। দলের আবহ এখন দুর্দান্ত।'

    টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স একদমই ভাল নয়। বিশেষ করে দেশের মাটিতে। প্রথমে নিউজ়িল্যান্ড, পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারতে হয়েছে ভারতীয় দলকে। যদিও ভারতীয় দলের অধিনায়ক ব্যর্থতার দায় চাপিয়েছেন ঠাসা ক্রীড়াসূচির ওপর।

    গিল বলেছেন, 'আমি জানি না। তবে ক্রীড়াসূচি একটু ফাঁকা হলে ভাল হতো। হয়তো একটু সহজ হতো। ২০১৬, ২০১৭ কিংবা ২০১৮ সালে এমন ছিল না যে, বিদেশ থেকে ফিরে চারদিনের মাথায় ম্যাচ খেলতে হতো। হয়তো বিদেশ থেকে ফেরার দশদিন পর ম্যাচ খেললে সহজ হয়। হয়তো ১২দিনের মাথায় ম্যাচ খেললে সুবিধা হয়। ক্রিকেটারেরাও একটু স্বাধীনতা পেত। তাতে পরের সিরিজের জন্য প্রস্তুতি নিতে, আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে।'

    ঘরের মাঠে ১২ মাসের মধ্যে দুটি টেস্ট সিরিজে লজ্জাজনক বিপর্যয় হয়েছে ভারতের। প্রথমে নিউজ়িল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ। তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হার। তার মাঝে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতেও হেরে ফিরেছে ১-৪ ব্যবধানে।

    Click here to Read More
    Previous Article
    NASA Medical Emergency: মহাকাশে ‘মেডিক্যাল এমার্জেন্সি’, উদ্ধারকার্যে নামছে NASA, কী হয়েছে মহাকাশচারীদের?
    Next Article
    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত নাটক, 'এই সময় অভিনয় করাটাও...' মুখ খুললেন শান্ত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment