Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shreyas Iyer: সদ্যই চোট সারিয়ে ফিরেছেন, এবার বিমানবন্দরে কোনওরকমে কুকুরের কামড় থেকে রক্ষা পেলেন শ্রেয়স আইয়ার

    4 days ago

    বঢোদরা: এক বিপদ কাটতে না কাটতেই আরেকটু হলেই আরেক বিপদের মুখে পড়ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এই সদ্যই চোট সারিয়ে মাঠে ফিরেছেন। সপ্তাহান্তে তাঁকে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ফের একবার দেখা যাবে বলেই আশা করা হচ্ছে। তবে আরেকটু হলেই কুকুরের কামড় খাচ্ছিলেন শ্রেয়স আইয়ার।

    ঘটনাটি ঘটে বিমানবন্দরে। শ্রেয়স আইয়ার সম্ভবত বাকি দলের সঙ্গে যোগ দেওয়ার জন্যই যাচ্ছিলেন। সেই সময়ই কোনওরকমে এক দুর্ঘটনা এড়ালেন তিনি। বিমানবন্দরে স্বাভাবিকভাবেই শ্রেয়সকে দেখে খানিক ভিড় জমা হয়েছিল। তাঁর থেকে এক খুদে সমর্থক অটোগ্রাফও চান। তবে সেই সমর্থককে অটোগ্রাফ দিয়ে শ্রেয়স এগিয়ে যেতেই আরেক অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন। সেই মহিলার কোলে ছিল একটি ছোট্ট কুকুর। শ্রেয়স পশুপ্রেমী বলেই পরিচিত। সেই কুকুরকে দেখে তাই তাঁকে আদর করতেই যাচ্ছিলেন ভারতীয় তারকা।

    ঠিক এই সময়ই শ্রেয়সের বাড়িয়ে দেওয়া ডান হাত কামড়াতে উদ্যত হয় ওই কুকুরটি। দ্রুত প্রতিক্রিয়া শ্রেয়স হাত সরিয়ে নেওয়ায় সে যাত্রায় তিনি রক্ষা পান। তবে গোটা ঘটনায় তিনি যে বেশ চমকে গিয়েছিলেন, তা ভাইরাল হওয়া এই ঘটনার এক ভিডিওতে শ্রেয়সের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে তাঁর কিছু হয়নি। 

     

    ভারতীয় সমর্থকরা অধীর আগ্রহে শ্রেয়সের কামব্যাকের অপেক্ষায় রয়েছেন। গত সপ্তাহেই কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেখানে শ্রেয়স আইয়ারের নাম থাকলেও, তাঁর পাশে সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ছিল তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল দলের ছাড়পত্র পেলে তবেই এই সিরিজ়ে মাঠে নামতে পারবেন। সেইমতোই তিনি ফিটনেস ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। 

    অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স চোট পেয়েছিলেন। তাঁর প্লীহা চোট লেগেছিল। বেশ কিছুদিন তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে খেলতে পারেননি তিনি। তবে চোট সারিয়ে এবার তিনি আন্তর্জাতিক কামব্যাক ঘটাতে চলেছেন। অবশ্য ইতিমধ্যেই মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাঠে নেমে তারকা ব্যাটার ১৫০-র অধিক স্ট্রাইক রেটে একটি অর্ধশতরানের ইনিংসও খেলে ফেলেছেন। এবার দেখার জাতীয় দলের জার্সি গায়ে অন্যতম প্রিয় প্রতিপক্ষ কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় দলের সহ-অধিনায়ক কেমন পারফর্ম করেন।

    Click here to Read More
    Previous Article
    WPL 2026: শুরুতেই হার গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জিতল স্মৃতির বেঙ্গালুরু
    Next Article
    T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতের বিশ্বজয়ী দলের প্রাক্তন কোচকে নিয়োগ করল শ্রীলঙ্কা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment