Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Science News: জ্বালামুখের ভিতর পর পর বিস্ফোরণ, ফুঁসে উঠল মাউন্ট এতনা, ক্যামেরাবন্দি অগ্ন্যুৎপাতের মুহূর্ত

    1 day ago

    নয়াদিল্লি: তুষারের চাদর ভেদ করে উঠে এল আগুনের ফোয়ারা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। ইতালিতে আবারও ফুঁসে উঠল আগ্নেয়গিরি ‘এতনা’। প্রবল হাওয়ার দাপটে আগুন আরও আগ্রাসী আকার ধারণ করে। অনেক উঁচু পর্যন্ত ছিটকে বেরোতে শুরু করে লাভার ফোয়ার। ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশে উঠতে শুরু করে। (Mount Etna Erupts)

    ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এতনা। এই মুহূর্তে সেটির জ্বালামুখ থেকে বেরিয়ে আসছে লাভা, ছাই। মাউন্ট এতনার উত্তর-পূর্বের জ্বালামুখ Bocca Nuova ফের জেগে উঠেছে। সেখান থেকে লাভা, ছাই ছিটকে গিয়ে পড়েছে সিসিলির উপকূলীয় শহর তাওরমিনা এবং স্কি রিসর্ট পিয়ানো প্রোভেনজানায়। (Science News)

    ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি জানিয়েছে, শুক্রবার মাউন্ট এতনার জ্বালামুখ থেকে লাভা উদগীরণ শুরু হয়।  হাওয়ার দাপটে আগুনের ফোয়ারা আরও তীব্র আকার ধারণ করে। শুধু তাই নয়, Bocca Nuova জ্বালামুখের ভিতরে পর পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি ভলক্যানোলজিস্টদের। গরম পাথরের টুকরো ছিটকে উঠে যায় অনেক উচ্চতা পর্যন্ত। মাঝে কয়েক ঘণ্টা শান্ত ছিল মাউন্ট এতনা। কিন্তু শনিবার থেকে ফের লাভা উগরে দিতে শুরু করেছে।

    ইতালির আঞ্চলিক নাগরিক সুরক্ষা সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে। অগ্ন্যুৎপাতের জেরে ঝুঁকি বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে সকলকে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে নিকটস্থ ফনতানারসা বিমানবন্দরে। কিছু বিমান দেরিতে উড়ছে বলেও জানা গিয়েছে। 

    বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই লাভার ফোয়ারা বিরাট আকার ধারণ করবে। মাউন্ট এতনার উচ্চতা ৩ হাজার ৪০০ মিটার। সক্রিয় আগ্নেয়গিরি বলে সারাক্ষণই নজরদারি চলে সেটির উপর।  ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটে বলে সেটির আকার এবং উচ্চতাও সদা পরিবর্তনশীল। বছরে বেশ কয়েক বার লাভা উগরে দেয় মাউন্ট এতনা। 

    সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে। দেখা গিয়েছে, আগ্নেয়গিরি ফুঁসে উঠতেই প্রাণ হাতে করে পালাতে শুরু করেন আশেপাশে থাকা মানুষজন। এর আগে, ফেব্রুয়ারি মাসে যখন লাভা উগরে দিচ্ছিল মাউন্ট এতনা, সেই সময় পর্বতের একটি ঢাল, যেখানে স্কি করতে যেতেন পর্যটকরা, সেখানে একটি শৃঙ্গ গজিয়ে উঠেছে। ২০২১ সালে এতবার লাভা উগরে দেয় মাউন্ট এতনা যে, নিকটবর্তী বিমানবন্দর সাময়িক বন্ধ রাখতে হয়। ২০১৭ সালে সেখানে গিয়ে আহত হন সাত জন।

    Click here to Read More
    Previous Article
    China News: ২ সেকেন্ডে ৭০০ kmph গতি, কিছু বোঝার আগেই চোখের বাইরে, বিমানকে টেক্কা দেবে চিনের Maglev ট্রেন!
    Next Article
    2025 Sports Calendar: ক্রিকেট থেকে দাবা, চলতি বছরে অত্যন্ত কম বয়সেও যারা বিশ্বমঞ্চে দাপট দেখিয়েছেন

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment