Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    2025 Sports Calendar: ক্রিকেট থেকে দাবা, চলতি বছরে অত্যন্ত কম বয়সেও যারা বিশ্বমঞ্চে দাপট দেখিয়েছেন

    1 day ago

    মুম্বই: ২০২৫ সাল ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অনেক নতুন নতুন তারকা উঠে এসেছেন। য়াঁরা তাঁদের খেলার মাধ্য়মে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। তাদের মধ্য়ে অবশ্যই সবার আগে নাম আসবে বৈভব সূর্যবংশীর। তবে সে ছাড়াও আরও যারা যারা নাম করেছেন এই বছরে, তাদের নাম একবার দেখে নেওয়া যাক--

    বৈভব সূর্যবংশী

    মাত্র ১৪ বছর বয়। কিন্তু এই বয়সেই দাপট দেখিয়েছে সে ২২ গজে। আইপিএলে মাত্র ৩৫ বলে শতরানের ইনিংস খেলেছিল বৈভব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এছাড়াও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটেও দ্রুততম শতরানের মালিক এখন বৈভবই। ৫২ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছিল সে। মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম শতরান করার নজিরও গড়েছে এই বালক। ৬১ বলে ১০৮ রানের ইনিংস খেলেছিল সে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল বৈভবকে। 

    দিব্যা দেশমুখ

    মাত্র ১৯ বছর বয়সে দাবায় ইতিহাস গড়েছিলেন দিব্যা দেশমুখFIDE Women’s World Cup 2025 টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে দিয়েছিলেন স্বদেশীয় কোনেরু হাম্পিকেখাতায় কলমে হাম্পিই এগিয়ে ছিলেন ম্য়াচে। কিন্তু টাই ব্রেকে শেষ পর্যন্ত ম্য়াচ পকেটে পুরে নেন দিব্যা। খেলার ফল দিব্যার পক্ষে ১.৫-০.৫। প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। রবিবার দ্বিতীয় খেলাটিতে দুজনেই সমানে সমানে লড়াই করেন। দুটো ক্লাসিক্যাল গেম ড্র হয়। এরপর খেলা গড়িয়েছিল পরের দিন। টাইব্রেকারেও ফের সাদা ঘুঁটি নিয়েই নিজের খেলা শুরু করেছিলেন দিব্যা। প্রথম গেমটি ড্র হয়। তবে পরের গেমে কালো ঘুঁটি নিয়ে ম্য়াচে বাজিমাত করে দেন দিব্যা। ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যাদেশের মোট ৮৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি।

    বিশ্বচ্যাম্পিয়নশিপে সাফল্য শীতলা দেবীর

    প্যারা তিরন্দাজি বিশ্বচ্য়াম্পিয়নশিপেও সাফল্য পেলেন শীতলা দেবী। দক্ষিণ কোরিয়ায় তুরস্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আঠারোর এই তরুণী। বিশ্বের এক নম্বর ওজনুর কিউর গির্দিকে ১৪৬-১৪৩ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় তিরন্দাজ। মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন প্যারিস প্য়ারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শীতলা দবীতিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জেতার পর এবার সোনা জয় শীতলা দেবীর। শুধুই ব্যক্তিগত ইভেন্টে নয়, মহিলাদের দলগত ইভেন্টেও রুপোর পদক ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন শীতলা দেবী।

    Click here to Read More
    Previous Article
    Science News: জ্বালামুখের ভিতর পর পর বিস্ফোরণ, ফুঁসে উঠল মাউন্ট এতনা, ক্যামেরাবন্দি অগ্ন্যুৎপাতের মুহূর্ত
    Next Article
    Salman Khan: পান মশলার বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সলমনকে আইনি নোটিস, স্বাক্ষরের ফরেন্সিক পরীক্ষা!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment