Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Salman Khan-Alia Bhatt: বড়পর্দায় মুখোমুখি হতে চলেছে সলমন আর আলিয়ার সিনেমা? জানতে পেরেই নেওয়া হল বড় পদক্ষেপ!

    4 hours ago

    কলকাতা: জন্মদিনে নিজের নতুন ছবি, 'ব্যাটেল অফ গহলওয়ান' (Battle of Galwan)-এর টিজার প্রকাশ্যে এনেছেন অভিনেতা সলমন খান (Salman Khan)। ৬০ বছরে পা দিলেন সলমন, তবে তাঁর ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই। জমজমাট অ্যাকশন ছবির টিজার দেখে মুগ্ধ নেটিজেনরা। আর, সলমনের নতুন সিনেমার ঝলক দেখে কী পিছিয়ে এলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)? নিজের নতুন সিনেমা, 'আলফা'-র মুক্তির তারিখ বদল করলেন আলিয়া। ২০২৬ সালের ১৭ এপ্রিল বড়পর্দায় আসার কথা ছিল , 'আলফা'। কিন্তু ওই একই দিনে, সলমনের 'ব্যাটেল অফ গহলওয়ান' মুক্তির সিদ্ধান্ত নেওয়ার পরে 'আলফা'-মুক্তির দিন বদল করেছেন নির্মাতারা!

    শনিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর X (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন যে, ২০২৬-এ মুখোমুখি হচ্ছে না 'ব্যাটেল অফ গহলওয়ান' আর 'আলফা'। YRF 'আলফা'-র মুক্তির জন্য নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত নেবে। সুতরাং, বড়পর্দায় মুখোমুখি হচ্ছে না সলমন খান আর আলিয়া ভট্টের এই ২টি সিনেমা। 'ব্যাটেল অফ গহলওয়ান'-কে ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 'আলফা'। আসলে ২টি ছবিই বড় ছবি। দুইই যেন সমান ব্যবসা করতে পারে তাই এই সিদ্ধান্ত। ২০২৬ সালের এপ্রিল মাসে 'আলফা' মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে তা আর পাচ্ছে না। ছবি মুক্তির নতুন দিন পরে ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে।

    প্রসঙ্গত, আলিয়া ভট্ট অভিনীত 'আলফা' মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫ সালেই। তবে ছবির কাজ শেষ না হওয়ার কারণে এই সিনেমা পিছিয়ে যায়, ২০২৬ পর্যন্ত। তবে সলমন খানের সঙ্গে বড়পর্দায় লড়াই এড়ানোর জন্য বর্তমানে মনে করা হচ্ছে এই সিনেমা আরও পিছিয়ে যাবে। তবে সলমনের নতুন সিনেমার টিজার দেখার পরে অনেকেই 'ভাইজান'-এর নতুন কাজের জন্য ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেকেই জানিয়েছেন যে, সিনেমাটি দেখার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।                                                                                      

     

    Click here to Read More
    Previous Article
    Shilpa Shetty: ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে! নতুন সমস্যায় শিল্পা শেট্টি
    Next Article
    Congress In Crisis Again Amid Row Over Digvijaya Singh's "RSS-BJP" Remark

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment