Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Sachin Tendulkar: ভাঙা হাতে খেলে সচিনকে সাহায্য করেছিলেন, পুরনো সতীর্থকে কীভাবে ঋণশোধ করলেন মাস্টার ব্লাস্টার?

    1 week ago

    মুম্বই: ২২ গজের কিংবদন্তি তিনি। সচিন তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে মানা হয় তাঁকে। কিন্তু সচিনের ক্রিকেটীয় রেকর্ডের পাশাপাশি তাঁর বিনয়ী ব্যবহার ও আচরণের জন্য সমাদৃত হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সচিন জানিয়েছেন যে তাঁর পুরনো সতীর্থকে দেওয়া প্রতিশ্রুতি কীভাবে রক্ষা করে অসম্ভব খুশি হয়েছিলেন নিজে। মাস্টার ব্লাস্টার জানান যে, প্রাক্তন ক্রিকেটার গুরশণ সিংহ কীভাবে তাঁকে একটি সেঞ্চুরি পেতে সাহায্য করেছিলেন। আর যার ফলে ভারতীয় দলেও সুযোগ চলে আসে সচিনের। 

    উল্লেখ্য, রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে খেলা একটি ম্য়াচের কথা তুলে ধরেছিলেন সচিন। সেই ম্য়াচে ৮৫ রনে ব্য়াটিং করছিলেন মাস্টার। তখন ভারতের ৯ উইকেট পড়ে যায়। সেই ম্যাচে দলের সহ অধিনায়ক ছিলেন গুরশন। কিন্তু তাঁর হাত ভেঙে গিয়েছিল। এই পরিস্থিতিতে মাঠে নামার কথাই ছিল না তাঁর। কিন্তু প্রয়াত রাজ সিং দুঙ্গারপুরের অনুরোধে ব্যাট করতে নামেন শেষ পর্যন্ত গুরশন। তাঁর উপস্থিতির ফলে শতরানও করতে পারেন সচিন। পরে ভারতীয় দলে সুযোগও পেয়ে যান। ভাঙা হাত নিয়ে যেভাবে খেলতে নেমেছিলেন গুরশন, সেই দৃঢ়তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সচিন স্বয়ং। গুরশনকে ধন্যবাদও জানিয়েছিলেন।

    সচিন বলেন, ''সেই সময়ে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য বেনিফিট ম্যাচ হতো। আমি ওঁকে নিউ জ়িল্যান্ডে বলেছিলাম, গুশি, একদিন না একদিন তুমি অবসর নেবে। আজীবন খেলা সম্ভব নয়। কিন্তু যে দিন তুমি অবসর নেবে এবং তোমার বেনিফিট ম্যাচ হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এসে খেলব। আর আমি খুব খুশি যে, ওর বেনিফিটম্যাচে খেলতে পেরেছিলাম'' ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় গুরশনকে কথা দিয়েছিলেন বেনিফিট ম্য়াচে অংশ নেবেন বলে। সেই কথা রেখেছিলেন সচিন। গুরশরণ যখন বেনিফিট ম্যাচ খেলছিলেন, তখন তিনি সচিনকে ফোন করেন। সচিনও প্রতিশ্রুতি রক্ষা করেন।

    ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে ফের হ্যান্ডশেক বিতর্ক আলোচনায়

    আইসিসির তরফে ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশ নিতে চলা আটটি দলকেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা করমদর্ন করেন। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কোচ হৃষিকেশ কানিতকর এবং টিম ম্যানেজার আনন্দ দাতার ও ক্যাপ্টেনের ওপর নির্ভর করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, ''ছেলেদের কিছু বলা হয়নি। তবে বিসিসিআই ম্যানেজার আনন্দ দাতারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এখন যদি ভারতীয় ছেলেরা পাকিস্তান দলের সঙ্গে হাত না মেলায়, তবে ম্যাচ রেফারিকে আগেই জানাতে হবে। আমরা নিশ্চিত ভাবে জানি যে, আইসিসি জুনিয়র ক্রিকেটে রাজনীতিকে সামনে আনতে চায় না।''

    Click here to Read More
    Previous Article
    IND vs SA: উইকেটের বেলে বল ছুঁয়ে আলো জ্বলল, তবুও নট আউট জিতেশ, কেন জানেন?
    Next Article
    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, কত দাম, কীভাবে কাটবেন? নজরে ভারত-পাকিস্তান ম্যাচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment