Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    RG Kar Protests: WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো

    1 week ago

    কলকাতা: আর জি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন। WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো। এদিন তিনি জানান, 'আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে। এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বলেছি, আপনারা কর্ণপাত করেননি। অভয়া-আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতাপার্থক্য হলেও সাধ্য মতো আমার ভূমিকা পালন করেছি। 'এখন আইনি পরামর্শ উপেক্ষা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।' 

    আর জি কর আন্দোলনের অন্যতম মুখ আরও বলেন, ''বেআইনি পদক্ষেপ সমর্থন করি না, সরকারের কাছে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'' এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত বলেন, "খুব দুঃখের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আপনারা জানেন, West Bengal Junior Doctors' Front-এর নতুন কমিটি তৈরির পরিকল্পনা হয়। ওই পরিকল্পনার সঙ্গে একমত ছিলাম আমি। কিন্তু ট্রাস্ট বডি যে রয়েছে, তার যে কাগজ রয়েছে, তাতে নতুন করে এগজিকিউটিভ কমিটি তৈরির প্রভিশন নেই। আমি বলেছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই অনুযায়ী ইনকর্পোরেট করা হোক। নইলে কমিটি তৈরি বেআইনি হবে। তবে সরকারের কাছে মাথানত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।" 

    এদিকে, অনিকেতের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনকারী চিকিৎসক আশফাকুল্লা নাইয়া বলেন, "West Bengal Junior Doctors' Front তৈরি হয়েছিল স্বতঃস্ফূর্ত ভাবে। এতদিন পাঁচ ট্রাস্টি পদে ছিলেন। প্রেসিডেন্ট অনিকেত মাহাতো ছিলেন, ছিলেন অর্ণব মুখোপাধ্যায়, দেবাশিস হালদার, রাজদীপ এবং কিঞ্জল নন্দ। পাঁচ জন শুধু ট্রাস্ট পরিচালনা করবে, আর বাকি শয়ে শয়ে ছাত্রছাত্রী যাঁরা রাস্তায় ছিলেন, এত মানুষ যে রাস্তায় ছিলেন, তাঁদের সম্মান জানাতে নির্বাচনী প্রক্রিয়ার কথা ভাবা হয়েছিল, সেই মতো এগনো হচ্ছিল। সেখানে কিছু মতবিরোধ হয়েছিল। তাই বলে হঠাৎ করে পদত্যাগ এবং শেষ পর্যন্ত নিজেই নিজের কাছে পদত্যাগ দেওয়া হল। আমরাও অবাক হয়েছি, হতাশ হয়েছি।"

    কিছুদিন আগেই চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠেছিল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবন ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার-সহ চিকিৎসকদের একাংশ।মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম, অভয়া ইয়ুথ ফোরাম ও মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা। আন্দোলনকারী চিকিৎসক বলেন সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে।শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হল তাঁদের।

    Click here to Read More
    Previous Article
    SIR in West Bengal: ৮৫ ঊর্ধ্বদের শুনানিকেন্দ্রে ডাকলে BLO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ছাড় পাবেন আর কারা?
    Next Article
    RG Kar Protests: হঠাৎ জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট থেকে পদত্যাগ অনিকেতের, মারাত্মক অভিযোগ তুললেন, পাল্টা আশফাকুল্লার, ‘মধুভাণ্ড’ কটাক্ষ কুণালের

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment