SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Realme Phones: রিয়েলমির নতুন ৫জি ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজারের কমেই, কী কী ফিচার রয়েছে?

    4 days ago

    Realme Phones: রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি 'পি' সিরিজের এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ইউজাররা পাবেন ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় এই ফোন সহজে নষ্ট হবে না। 

    রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের দাম ভারতে কত 

    এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। ম্যাট সিলভন, এলিগেন্ট পিঙ্ক এবং লেক গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। এই ফোনের বেস মডেল অর্থাৎ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাবে বেশ কিছুটা কম দামে। ছাড় যুক্ত হয়ে এই ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। অর্থাৎ ২০০০ টাকা ছাড় রয়েছে। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে। 

    Click here to Read More
    Previous Article
    Anupama Spoiler: राही की इज्जत लूटेगा गौतम, वायरल कर देगा अश्लील वीडियो, अनुपमा की होगी हालत खराब
    Next Article
    ‘বঞ্চিত’দের আড্ডা! হায়দরাবাদে নিজের রেস্তরাঁয় শামিকে আমন্ত্রণ সিরাজের, সঙ্গী আর কারা?

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment