Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    PM Modi News : 'পশ্চিমবঙ্গকে এক ডজনের বেশি নতুন ট্রেন উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী, ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ' : রেলমন্ত্রী

    1 week ago

    নিউ জলপাইগুড়ি : শনিবার মালদা স্টেশন থেকে দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে চলবে এই ট্রেন। শুক্রবার একথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। এর পাশাপাশি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

    রেলমন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গকে এক ডজনের বেশি নতুন ট্রেন উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম পরিষেবা আগামীকালই গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে শুরু হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি এর উদ্বোধন করবেন...অমৃত ভারত স্টেশন প্রকল্পে পশ্চিমবঙ্গে ১০১টি স্টেশনের পুনর্গঠন হচ্ছে। পশ্চিমবঙ্গে রেলওয়ের উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী।"

    নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। সেখানে নির্মাণকাজ খতিয়ে দেখেন। বলেন, "NJP স্টেশনে পুনর্উন্নয়নে দুটি নতুন প্ল্যাটফর্ম যোগ করা হচ্ছে। এআইটি হাব হিসাবে নতুন এলাকা তৈরি করা হচ্ছে। ট্রেনের রক্ষণা-বেক্ষণের সুবিধাও বাড়ানো হচ্ছে।" কাল ১৭ জানুয়ারি দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। কালই মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের পাশাপাশি দেশের উদ্দেশে একাধিক রেল ও রাস্তা পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। যার মূল্য ৩,২৫০ কোটি টাকার বেশি।

    বিধানসভা ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদি। কাল মালদার ইংরেজবাজারে তাঁর সভা। পরের দিন সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী।

    ২০১১ সাল। রাজ্য় রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। টাটা বাংলা ছেড়েছিল। সিপিএম-কে ক্ষমতা থেকে সরতে হয়েছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাইটার্স বিল্ডিংয়ের ক্ষমতায় বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গী ছিলেন শুভেনদু অধিকারী-মুকুল রায়রা। যাঁরা পরে বিজেপিতে যাওয়ার পর, সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছিলেন। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি। ২০২৫-এ পাঁচ-পাঁচ বার পশ্চিমবঙ্গে এসেছেন খোদ নরেন্দ্র মোদি। বছর শেষে রাজ্যে ঘুরে গেছেন অমিত শাহ। আড়াই সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে, মালদা টাউন, বরাভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড়-সহ রাজ্যের একাধিক স্টেশন। কাল মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। 


    Click here to Read More
    Previous Article
    Iran Situation : 'যেভাবে পারবেন ইরান ছাড়ুন', ভারতের নাগরিকদের চূড়ান্ত সতর্কবার্তা কেন্দ্রের
    Next Article
    Bihar Incident : অমানবিক ! পথ দুর্ঘটনায় নিহত কিশোরের দেহ পড়ে রাস্তায় ! দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে ছড়িয়ে পড়া মাছ লুঠতে ব্যস্ত স্থানীয়রা !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment