Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bihar Incident : অমানবিক ! পথ দুর্ঘটনায় নিহত কিশোরের দেহ পড়ে রাস্তায় ! দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে ছড়িয়ে পড়া মাছ লুঠতে ব্যস্ত স্থানীয়রা !

    1 week ago

    অমানবিক ঘটনা। রাস্তার একদিকে যখন পথ দুর্ঘটনায় মৃত কিশোরের দেহ পড়ে, তখন অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মাছ কুড়াতে ব্যস্ত হয়ে পড়লেন আশপাশের মানুষজন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিহারের সীতামারহি জেলার ঘটনা। পুপড়ি থানা এলাকার ঝাঝিহাট গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

    ঘটনা বিস্তারিত...

    মৃত ছাত্রের নাম রীতেশ কুমার ওরফে গোলু। সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। এদিন সকালে কোচিং ক্লাস থেকে ফিরছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ট্রাক ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতেশের। এতটাই ভয়াবহ ছিল সেই দুর্ঘটনা যে কাছেপিটের লোকজন চিৎকার করে ওঠেন। কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন পৌঁছে দেখেন, রীতেশ মারা গেছে। সন্তানের দেহ পড়ে থাকতে দেখে ভেঙে পড়েন বাবা-মা। স্তম্ভিত হয়ে পড়েন পরিবারের লোকজন। সেই সময়ই রাস্তার অন্যদিকে অন্য চিত্র দেখা যায়।

    যে পিকআপ ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে প্রচুর মাছ বোঝাই ছিল। দুর্ঘটনার জেরে সেসব রাস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেইসময় পরিবারের লোকজনকে সাহায্য করা বা অ্যাম্বুলেন্স ডাকা বা পুলিশকে জানানোর পরিবর্তে, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই মাছ কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। কিশোর রীতেশের দেহ যখন একদিকে পড়ে, তখন অন্যদিকে অনেকেই বস্তায় বা হাতে করে মাছ নিয়ে দৌড় দিচ্ছিলেন বাড়ির উদ্দেশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুপড়ি থানার পুলিশ। জনতাকে সেখান থেকে ছত্রভঙ্গ করে। তারা রীতেশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

    দিনকয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের রাস্তায়। একটি বাস পিষে দেয় ৪ জনকে। আরও ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। মৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা এবং এক ব্যক্তি। একটি BEST বাস অর্থাৎ Brihanmumbai Electric Supply and Transport- এর বাস পিষে দেয় ৪ জন পথচারীকে। মুম্বইয়ের ভান্ডুপে ঘটে এই দুর্ঘটনা। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায়, Brihanmumbai Electric Supply and Transport হল দেশে সবচেয়ে বড় পাবলিক বাস চালানোর সংস্থা। তাদের বাসেই যাকে BEST বাস বলা হয়, সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ইমার্জেন্সি রেসপন্স টিম।

    Click here to Read More
    Previous Article
    PM Modi News : 'পশ্চিমবঙ্গকে এক ডজনের বেশি নতুন ট্রেন উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী, ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ' : রেলমন্ত্রী
    Next Article
    Diabetes in India : ডায়াবেটিস আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারত, আগে-পরে যথাক্রমে চিন ও আমেরিকা : গবেষণা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment