Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    পদকহীন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, পরপর ব্যর্থতা, কেরিয়ার নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন নীরজ

    2 days ago

    কেরিয়ারের খারাপ সময়ে নীরজের সঙ্গ ছাড়লেন কে?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় তিনিই ছিলেন হিরো। তাঁকে আদর্শ হিসাবে ধরে বড় হয়েছিলেন। সৌভাগ্যবশত ছোটবেলার সেই ‘হিরো’কে কোচ হিসাবেও পেয়েছিলেন। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে এসে সেই কোচের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন নীরজ চোপড়া। বিশ্বখ্যাত তারকা ইয়ান জেলেজনিকে কোচের পদ থেকে সরিয়ে দিলেন নীরজ।

    ২০২৪ সালের শেষদিকে ইয়ান জেলেজনিকে কোচের পদে নিয়োগ করেন নীরজ। খেলোয়াড়জীবনে জেলেজনি ছিলেন চূড়ান্ত সফল। ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন জেলেজনি। বিশ্বের সর্বকালের সেরা দশটি থ্রোয়ের মধ্যে পাঁচটি রয়েছে তাঁর নামে। চেক রিপাবলিকের জ্যাভলিন তারকা চারবার নিজের রেকর্ড ভেঙেছেন। ১৯৯৬ সালে তিনি জার্মানিতে তিনি ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। যা আজও বিশ্বরেকর্ড। কিন্তু এ হেন সফল তারকার অধীনে নীরজ খুব একটা সাফল্য পাননি।

    Olympic Medalist Neeraj Chopra announced that he will be coached by Jan Zelezny
    নতুন কোচ ইয়ান জেলেজনির সঙ্গে নীরজ চোপড়া।

    গত বছরের শুরুতে দোহা ডায়মন্ড লিগে সোনা জিতছিলেন। কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের গণ্ডিও পেরোন। কিন্তু তারপর থেকে লাগাতার ব্যর্থ। আর কোনও ডায়মন্ড লিগে সেরা তকমা পাননি। এমনকী ওই ৯০ মিটার ছাড়া আর কোনও ইভেন্টে ৮৭ মিটারও ছুড়তে পারেননি তিনি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে। তারপরই সিদ্ধান্ত নেন জেলেজনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। শনিবার সরকারিভাবে কোচকে বিদায় দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

    আসলে নীরজ কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও বদল এসেছে। এর মধ্যে আবার স্পনসরের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন। জেএসডব্লিউ স্পোর্টসের বদলে ‘ভেল স্পোর্টসে’র সঙ্গে চুক্তি করেছেন। এবার কোচকে বিদায় দিলেন।আসলে সবটাই নতুন করে শুরু করতে চাইছেন নীরজ।

    Click here to Read More
    Previous Article
    ক্রিকেটারদের মদ্যপানের অভ্যাসেই দলের হাল বেহাল? বিতর্কে মুখ খুললেন ম্যাকালাম
    Next Article
    কার দোষে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ! ওয়ানডে সিরিজের আগেই মুখ খুললেন গিল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment