Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Palestine: হেলমেটে প্যালেস্তাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে ডেকে পাঠাল পুলিশ

    1 week ago

    শ্রীনগর: ক্রিকেট মাঠে হইচই । ক্রিকেটার মাঠে নেমে ব্যাট করলেন হেলমেটে প্যালেস্তাইনের পতাকা (Palestine flag) লাগিয়ে! যা নিয়ে সেই ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ (Jammu and Kashmir Police) । পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে টুর্নামেন্টের আয়োজকদেরও ।

    জম্মুতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে । জম্মু ও কাশ্মীর পুলিশের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে ওই ক্রিকেটার হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন । পুলিশ বলেছে, 'হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগানোয় একজন ক্রিকেটার ও টুর্নামেন্টের উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে । জম্মুতে বেসরকারি ওই টুর্নামেন্টটি হচ্ছিল ।'

    জানানো হয়েছে, ঠিক কী কারণে, কোন পরিস্থিতিতে হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে নেমেছিলেন ওই ক্রিকেটার, সেটা জানার চেষ্টা করা হবে । সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে ক্রিকেটার ও উদ্যোক্তাকে ।

    জানা গিয়েছে, ওই ক্রিকেটার জম্মুরই বাসিন্দা । নাম, ফারকান ভাট (Furqan Bhat) । বুধবার চলতি জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্টে (J&K Champions League cricket tournament) ঘটনাটি ঘটে । সেদিন মুখোমুখি হয়েছিল জে অ্যান্ড কে ইলেভেন কিংস ও জম্মু ট্রেলব্লেজার্স (JK11 Kings and Jammu Trailblazers) ।  

     

    পুলিশ জানতে চাইছে এই ঘটনার আগে উদ্যোক্তাদের তরফে কোনও অনুমতি দেওয়া হয়েছিল কি না, টুর্নামেন্টের নিয়মভঙ্গ হয়েছে কি না আর কেন খেলার মাঠে এরকম একটি ঘটনা ঘটানো হল । জানানো হয়েছে, এই টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি অনুমোদিত নয় । তবে এখনও কোনও পদক্ষেপ করছে না পুলিশ । শুধু ডেকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া ।

    এই ঘটনায় ফের খেলার মাঠে কোনও রাজনৈতিক বার্তা দেওয়া বা ইঙ্গিত করা উচিত কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ।                                

    Click here to Read More
    Previous Article
    Bangladesh News: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু, মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দিল উন্মত্তরা, পুকুরে ঝাঁপ দিয়ে কোনও রকমে বাঁচলেন খোকন দাস
    Next Article
    Usman Khawaja: বিতর্কের মুখে বড় সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের, অবসর নেবেন আর একটা টেস্ট ম্যাচ খেলেই

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment