Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Neena Gupta: 'নিজের মতামত রয়েছে, এমন মেয়েকে বিবাহযোগ্য বলে মনে করে না পুরুষতান্ত্রিক সমাজ', দাবি নীনা গুপ্তার

    4 days ago

    কলকাতা: তাঁর নিজের জীবন নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে, রয়েছে বিতর্ক ও! তবে কখনও নিজের কোনও বিষয় নিয়ে রাখঢাক করতে দেখা যায়নি তাঁকে। বরং তিনি সবসময়েই, নিজের মতামত, নিজের ভাবনা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন তাঁর অনুরাগীদের কাছে। বিভিন্ন সাক্ষাৎকারেই। আর সম্প্রতি, মহিলা আর পুরুষদের নিয়ে কথা নীনার একটি মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। মহিলাদের বিয়ে নিয়ে নীনা নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অধিকাংশ পুরুষই অসহায় মহিলা পছন্দ করে। পুরুষতান্ত্রিক সমাজে শক্তিশালী মহিলাদের বিবাহযোগ্য বলে মনে করা হয় না। 

    নীনা গুপ্তা এদিনের সাক্ষাৎকারে বলেন, 'আমি সাধারণভাবে বলছি কথাটা, সমস্ত পুরুষ সম্পর্কে বলছি না। তবে এটা আমাদের দেশের ৯৫% জনসংখ্যার জন্য সত্যি। আমি এই কথাটা বিতর্ক তৈরি করার জন্য বলছি না। বরং এটা আমি নিজের বাড়িতে এবং সমাজে স্বচক্ষে দেখেছি। আমার বাগদান এমন একটি ছেলের সঙ্গে হয়েছিল যে শেষ মুহূর্তে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আমাদের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল। তখন আমার বয়স অল্প, অনেক আশা করেছিলাম বিয়েটা নিয়ে। বাগদান হয়ে যাওয়ার পরে, আমি নিজের পোশাক এবং গয়না কিনতে দিল্লি গিয়েছিলাম। তখনই হঠাৎ করে আমার ফোন আসে এবং সেই ছেলেটি জানায়, 'আমাদের বিয়ে এখনই হচ্ছে না'। আমি জিজ্ঞাসা করলাম 'কী হয়েছে', তখন সেই ছেলেটি বলেছিল, তার সাইনাসের জন্য অস্ত্রোপচার করাতে হবে।'

    নীনা গুপ্তা আরও বলেন, 'আজ পর্যন্ত আমি জানি না কেন আমার সেই বিয়েটা ভেঙে গিয়েছিল। আমি তাঁর বাবা-মাকে জিজ্ঞাসা করতাম যে কী হয়েছিল, কিন্তু তাঁরা আমাকে কখনও বলেননি। তারপর সেই ছেলেটি, প্রায় ৬ মাস পরে ফিরে আসে এবং বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। আমি তখন সেই ছেলেটিকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলাম, 'এখন আমি তোমাকে বিয়ে করতে চাই না।' নীনা গুপ্ত আরও বলেন, 'একজন মহিলা নিজের প্রয়োজন নিজে মেটাতে পারছেন, নিজস্ব ভাবনাচিন্তা, মতামত রয়েছে সেইরকম মহিলাকে অধিকাংশ পুরুষই পছন্দ করেন না। মেয়েরা নিজেদের কর্মজীবনকে আগ্রাধিকার দিচ্ছে, এটা সাধারণত পুরুষেরা সহ্য করতে পারে না। হয়তো সবাই এমন নয়, কিন্তু অধিকাংশ পুরুষই এই মনোভাব পোষণ করেন।'

    প্রসঙ্গত, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে বয়স্ক প্রেমিক প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন নীনা গুপ্ত আর অনুপম খের।

     

    Click here to Read More
    Previous Article
    Debolinaa Nandy: 'হাসপাতালে জ্ঞান হতেই প্রবাহকে খুঁজেছি, আমি সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নই', প্রথমবার মুখ খুললেন দেবলীনা
    Next Article
    পোর্টফোলিও মজবুত হলেও আর্থিক সুরক্ষা অত্যন্ত জরুরি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment