Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mimi Chakraborty : হেনস্থার কথা মিথ্যে ! মিমিকেই কাঠগড়ায় তুলছেন উদ্যোক্তারা, পাল্টা বিরাট অভিযোগ

    3 days ago


    সমীরণ পাল, বনগাঁ: গতবছর পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলে অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। তা নিয়ে খুনের চেষ্টার ধারায় মামলা পর্যন্ত হয়। আর এবার হেনস্থার শিকার মিমি চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বনগাঁর অনুষ্ঠানে গান গাইতে ওঠার পর তাঁকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। আর এবার  বনগাঁ থানায় অভিযোগ জানালেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

    মিমির সঙ্গে কী ঘটেছিল? 
    অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন, অনুষ্ঠানের মাঝেই মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন আয়োজকরা। এই ঘটনাটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিমির অভিযোগ ছিল, 'আমাকে সদ্যই বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুবক সংঘ ক্লাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনুষ্ঠান করার সময়ে, মাঝপথে আমায় হঠাৎ বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে চলে যেতে। আমাকে আগে থেকে এই বিষয়ে একেবারেই কিছু বলা হয়নি। হঠাৎ, একেবারে দর্শকদের সামনে আমাকে এসে বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে।'

    কী বলছেন আয়োজকরা ?       
    পাল্টা উদ্যোক্তাদের পাল্টা দাবি, রাত সাড়ে ১০টায় আসার কথা ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি আসেন ১১টা ৪৫ নাগাদ। কিন্তু অনুষ্ঠানের পুলিশ পারমিশন রাত ১২টা পর্যন্ত থাকায়, ১২টা ১০ নাগাদ সম্মানের সঙ্গে মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এমনকী তাদের আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর লেখা সমস্ত অভিযোগ আসলে বনগাঁরই অপমান।            

    কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে ? 
    গত মাসে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্কুলে  সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে, যা ঘিরে শিল্পীমহলেও ওঠে প্রতিবাদের ঝড়। গায়িকার অভিযোগ ছিল, ভগবানপুরের সাউথপয়েন্ট পাবলিক স্কুলের অনুষ্ঠানে গিয়ে, 'জাগো মা’ গানটি গাওয়ার পর, দর্শকাসন থেকে মঞ্চে উঠে আসেন অভিযুক্ত মেহবুব মল্লিক। এমনকী গায়িকাকে উদ্দেশে করে মারধরও করতে উদ্যত হন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে, গ্রেফতার করা হয়, অভিযুক্ত স্কুলের মালিক মেহবুব মল্লিককে। এই ঘটনা নিয়ে যথেষ্ট সরব হয় শিল্পী মহল কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই আবার এক শিল্পী হেনস্থার অভিযোগ।                 

    Click here to Read More
    Previous Article
    লগ্নজিতার পর মিমি, ফের শিল্পীকে হেনস্থার অভিযোগ
    Next Article
    Gold Price : আরও বাড়ল সোনার দাম ? আজ কিনলে কত পড়বে রেট ?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment