Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gold Price : আরও বাড়ল সোনার দাম ? আজ কিনলে কত পড়বে রেট ?

    2 days ago

    Gold Price Today : শেয়ার বাজারের  অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় স্থিতিশীল সম্পদে বিনিয়োগের (Gold Investment) দিকে ঝুঁকছে দেশবাসী। যে কারণে সোনা (Gold Rate) , রুপোর (Silver Rate) বিক্রি বেড়েছে আরও বেশি। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে এই দুই ধাতু শেয়ার বাজারের থেকে বেশি রিটার্ন দিয়েছে। জেনে নিন, আজ রাজ্য়ে কত চলছে সোনা, রুপোর দাম।

    আজকের সোনার দাম ( ২8 জানুয়ারি, ২০২৬)                  

    সোনা ওজন দাম (টাকায়)
    ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৬২৪২
    ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫৪৩০
    ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৭৮০
    ১৮ ক্যারেট ১ গ্রাম ১২৬৭০
    রুপো (৯৯৯) ১ কেজি ৩,৬৫,০৪৮

    *Above rates are without 3% GST            

    *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

    ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে। 

    সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। হলমার্কে জুয়েলারের সনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে।

    ঘরে বসে আপনার সোনা পরীক্ষা করুন

    ১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।

    ২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

    ৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।

    ৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।

    হলমার্ক ও এর সনাক্তকরণের বিষয়টি কী ?

    হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

    নিশ্চিত ঝুঁকিহীন বিনিয়াগের মাধ্যম হিসাবে অনেকেই ভরসা রাখেন সোনার উপর (Gold Price Today)। জেনে নিন, আজ রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট (Gold Rate)। দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল ? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* 

    ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

    Click here to Read More
    Previous Article
    Mimi Chakraborty : হেনস্থার কথা মিথ্যে ! মিমিকেই কাঠগড়ায় তুলছেন উদ্যোক্তারা, পাল্টা বিরাট অভিযোগ
    Next Article
    India EU Trade Deal : ভারত-ইইউ চুক্তির পর ভারতে সস্তা হবে কোন কোন পণ্য ? দেখুন পুরো তালিকা

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment