SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Mamata Banerjee: 'গরিব হকার জিনিস বিক্রি করতে গিয়েছে...এটা বাংলা, উত্তর প্রদেশ নয়', ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ, সরব মমতা

    6 days ago

    কৃষ্ণনগর: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের দিন এক প্য়াটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। সেই নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই বিজেপি-কে তীব্র আক্রমণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। গীতাপাঠ নিয়ে বিজেপি-কে কটাক্ষও ছুড়ে দেন মমতা। বাংলাকে শেষ করে দেওয়াই বিজেপি-র লক্ষ্য বলে মন্তব্য করলেন তিনি। (Mamata Banerjee on Brigade Gita Recitation)

    বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে ব্রিগেডের ঘটনা চেনে আনেন মমতা। বলেন, "গরিব হকার তার জিনিস বিক্রি করতে গিয়েছে। সব মিটিংয়েই কেউ না কেউ আসেন। কেউ চা বিক্রি করেন, কেউ শিঙাড়া বিক্রি করেন, কেউ ঝালমুড়ি, কেউ আবার বিস্কিট বিক্রি করেন। সেও গিয়েছিল, তার মাথায় খেলেনি যে এটা বিক্রি করব না, ওটা বিক্রি করব না। তাকে ধরে মেরেছোষ সবক'টাকে কাল অ্যারেস্ট করেছি, যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, তোমাদের হুকুম, আদেশও চলবে না।" (Mamata Banerjee)

    সম্প্রতি কলকাতার ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকেও। যদিও অনুষ্ঠানে যোগ দেননি মমতা। বরং বিজেপি-র অনুষ্ঠানে কেনই বা যেতে যাবেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। এদিন সেই গীতাপাঠ নিয়েও বিজেপি-কে আক্রমণ করেন। বলেন, "এরা যে গীতাপাঠের কথা বলে! আমরা সবাই তো বাড়িতে গীতাপাঠ করি! তার জন্য পাবলিক মিটিংয়ের কী দরকার আছে? ঠাকুর-দেবতা মনে থাকেন। রমজান নমাজের সময় একসঙ্গে যান সকলে, দুর্গাপুজো হয় একসঙ্গে মিলেমিশে। যারা গীতা গীতা বলে চিৎকার করছে, তাদের জিজ্ঞেস করব, ধর্ম নিয়ে শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? বলেছিলেন, ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি। ধর্ম মানে হিংসা নয়, ভেদাভেদ নয়, ভাগাভাগি নয়। বিজেপি-র বন্ধুরা যাঁরা গীতাপাঠ করছেন, আশাকরি শুনছেন। উত্তর দেবেন।"

    বিজেপি-র উদ্দেশে আক্রমণ শানিয়ে মমতা আরও বলেন, "এত কিসের খিদে? এত খেয়েও হচ্ছে না? বাংলাকেও খেতে হবে? আপনারা বিজেপি-কে কোলে স্থান দেবেন, না দেবেন না, বাংলায় থাকতে চান, না চান না, মাছ-মাংস খাবেন, না খাবেন না, তা আপনাদেরই ঠিক করতে হবে। কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে, তা যার যার নিজস্ব ব্যাপার। আমি কারও উপর হস্তক্ষেপ করতে দেব না। মানুষকে ক্রীতদাস বানাতে চাইছো? আঘাত করলে প্রত্যাঘাত করতেও জানি। সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ ভয়ঙ্কর।"

    রাজা রামমোহনকে 'ইংরেজদের দালাল' বলে আক্রমণ করা হোক বা সংসদে বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম গুলিয়ে ফেলা, সম্প্রতি বার বার প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই নিয়েও এদিন আক্রমণ শানান মমতা। বলেন, "আজ আপনারা বাংলার মহাপুরুষদের অপমান করছেন, অসম্মান করছেন। দুই কান থাকলে, এক কান কাটার ভয় থাকে। যার দুই কান নেই, তার কী ভয়? এদের দু'টো কান নেই। শোনে না, দেখে না, মানুষের কথা জানতে চায় না। SIR করো, আর যা-ই করো, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আর তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় জানি।"

    Click here to Read More
    Previous Article
    'রাজনৈতিক ফায়দা নিতে ওকে দিয়ে বলাচ্ছে...', ন্যাজাটকাণ্ডে বললেন মোসলেম শেখ
    Next Article
    South Kolkata News : থিয়েটারের রিহার্সাল চলাকালীন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment