Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    লক্ষ্য এশিয়ান কাপ, প্রতিপক্ষকে মাত দিতে বিদেশে প্রস্তুতি সারবেন ব্লু টাইগ্রেসরা

    1 day ago

    ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তিনটি ইউরোপীয় ক্লাবের সঙ্গে খেলবে ভারতের মেয়েরা। এরপর এক সপ্তাহের বিরতির পর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনটি জাতীয় দলের সঙ্গে খেলার কথা রয়েছে নীল বাঘিনীদের।

    সোনালি স্বপ্ন বুনেছিলেন ভারতের মেয়েরা। যে স্বপ্ন দেখাতে পারেননি ছেলেরা, সেই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন ‘নীল বাঘিনী’রা। থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিলেন ব্লু টাইগ্রেসরা। তাঁদের সামনে এখন এশিয়ান কাপের মূলপর্ব। সেখানে লড়াই আরও কঠিন। তার আগে এক মাসের প্রস্তুতি শিবিরের জন্য তুরস্কে যাবে ভারতীয় মহিলা জাতীয় দল (Indian Women’s Football Team)।

    জানা গিয়েছে, এই শিবিরে অনুশীলনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন ক্লাবের দলের বিরুদ্ধে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবেন সঙ্গীতা বাসফোররা। এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “কলকাতায় ইন্ডিয়ান উইমেন্স লিগের প্রথম পর্ব খেলার পর ফুটবলাররা নয়াদিল্লিতে জড়ো হবেন। ১৫ জানুয়ারি তাঁরা ইস্তানবুল রওনা হবেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তুরস্কে এক মাস প্রস্তুতি শিবিরে থাকবে। সেখানে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেও।”

    এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার পর ফেডারেশনের লক্ষ্য ছিল, প্রস্তুতিতে কোনও রকম ফাঁক না রাখার। এরজন্য উচ্চমানের আন্তর্জাতিক শিবির তো বটেই, প্রয়োজন একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা ছিল। এশীয় সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার জন্য ভারতীয় ফুটবলাররা প্রস্তুত হতে পারেন, সেই কারণে তুরস্ক পাঠানো হচ্ছে তাঁদের। আশা, আদর্শ প্রস্তুতি পেয়ে এশিয়ান কাপের মতো কঠিন প্রতিযোগিতায় সাফল্য পাবে ভারত।

    জানা গিয়েছে, ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তিনটি ইউরোপীয় ক্লাবের সঙ্গে খেলবে ভারতের মেয়েরা। এরপর এক সপ্তাহের বিরতির পর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনটি জাতীয় দলের সঙ্গে খেলার কথা রয়েছে নীল বাঘিনীদের। যদিও দলগুলি এখনও নিশ্চিত হয়নি। তবে তালিকায় থাকতে পারে উজবেকিস্তান। তাছাড়াও ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে বিদেশি কাউকে। যা নিয়ে জল্পনা রয়েছে। সত্যনারায়ণ বলেন, “এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা এমন কাউকে খুঁজছি, যিনি বিশ্বকাপে কোনও একটি দলকে কোচিং করিয়েছেন।” আপাতত ভারতীয় দলের হেডকোচ ক্রিস্পিন ছেত্রী।

    Click here to Read More
    Previous Article
    কোহলির উন্মাদনায় রোহিতকে অপমান! চটে কেন ধোনির নাম নিলেন ‘কিং’?
    Next Article
    SIR-এর নামে খেলোয়াড়দের ‘অসম্মান’ বন্ধ হোক! স্বামীজির জন্মতিথিতে প্রতিবাদে পথে প্রাক্তনরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment