Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Kolkata News: রাজ্যে একাধিক ফায়ার স্টেশন উদ্বোধনের অপেক্ষায়, সুখবর দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু

    2 days ago

    জয়ন্ত পাল, কলকাতা: রাজ্যে ঘটে চলা একের পর এক অঘটনের মাঝে এবার সুখবর। এরপর অগ্নিকাণ্ডের লেলিহান শিখা ভয়াবহ রূপ নেওয়ার আগেই উপস্থিত হবে দমকল বাহিনী, কারণ এবার শহরে ঢেলে সাজানো হচ্ছে একের পর এক ফায়ার স্টেশন। এদিন সাংবাদিক সম্মেলন করে সুখবর দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

    আরও পড়ুন, 'বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন..', SIR আবহে মোদির এবার কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

    এদিন দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, কিছুদিনের মধ্যেই টালিগঞ্জ ফায়ার স্টেশন উদ্বোধন হবে।এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সামনের মাসে যে কোনও দিন উদ্বোধন করা হবে। ৩০ টি ওয়ার্ড স্টেশন তৈরি করার চেষ্টা তৈরি করা হচ্ছে রাজ্যে। তার মধ্যে দশটা ফায়ার স্টেশন যে কোনদিন শুরু হবে কাজ। আর বাকি পাঁচটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। গঙ্গাসাগর এবং বড়দিনকে সামনে রেখে প্রস্তুতি। রাজ্য অনেকগুলো জায়গায় আগুন হয়েছে। ঘুনিতে বড় ফায়ার হয়েছে। এত বড় তাড়াতাড়ি কন্ট্রোল করা গেছে। এখনও এনকোয়ারি প্রসেসিং চলছে। কী কারণে আগুন ছটা স্পষ্ট নয়। ওইদিন কাঁকুড়গাছি তো আগুন ছিল। গতকাল কলকাতা শহরে একটা ফায়ার হয়েছে। আমাদের লোকেরা কোনও জায়গায় বসে থাকে না। খবর পাওয়ার সাথে সাথেই পৌঁছে যায়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।আগুন নেভাতে গিয়ে দমকল আধিকারিকেরে  প্রাণ গেছে এমনও হয়েছে। 

    নববর্ষে সাউথ কলকাতা ডিভিশন। নটার মত গাড়ি বিকেল চারটে থেকে সকাল আটটা অবদি বিভিন্ন জায়গায় থাকবে। ১৪ টি মোটরসাইকেল থাকবে। চারটে গাড়ি, আটটা মোটর সাইকেল। আটটি গাড়ি বিকাল ৪ টা থেকে সকাল আটটা অবদি থাকবে। এগুলো ছাড়াও ১৬৬ টি ফায়ার স্টেশন সজাগ থাকবে। গত বছরের তুলনায় এ বছরে বেশি ফায়ার লাইসেন্স করা হয়েছে।

     

    Click here to Read More
    Previous Article
    West Bengal NEWS Live : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ-খুন, নেতা-পুত্র-সহ ৯জন দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা
    Next Article
    Sandeshkhali Incident:সন্দেশখালিতে 'ভোলানাথের গাড়িতে ধাক্কা মারার পরে পালিয়েছিল সে..', অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment