Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jharkhand News: এবার ED-র দফতরে হানা রাঁচি পুলিশের, বিজেপি নেতা বললেন, ‘ঝাড়খণ্ডকে বাংলা হতে দেব না’

    6 days ago

    রাঁচি: কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য পুলিশের মধ্যে ফের বেনজির সংঘাত পরিস্থিতি। এবার ঝাড়খণ্ডের রাঁচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে পুলিশি অভিযান। পৌরসভার ক্লার্ককে মারধরের অভিযোগ ED-র বিরুদ্ধে। ED-র দুই অফিসার প্রতীক এবং শুভম মিলে রাঁচির পুরসভার ক্লার্ক সন্তোষ কুমারকে অফিসে ডেকে মারধর করেন বলে অভিযোগ। সেই নিয়েই ED-র বিরুদ্ধে অভিযানে নামল রাঁচি পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এই মুহূর্তে। (Ranchi Police vs ED)

    বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ED-র সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত চরমে পৌঁছেছে। তৃণমূলের নির্বাচনী তথ্য হাতিয়ে নিতে, কেন্দ্রের বিজেপি সরকার ED-কে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ED-র তল্লাশি চলাকালীন পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন মমতা। বিষয়টি নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টেও। (Jharkhand News)

    আর সেই আবহেই ঝাড়খণ্ডে ED বনাম রাজ্য পুলিশের সংঘাতের পরিস্থিতি তৈরি হল। জল সরবরাহ দুর্নীতি মামলায় এই মুহূর্তে সরগরম রাজ্যের রাজনীতি। সেই আবহেই বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট রোডে ED-র অফিসে পৌঁছে যায় রাঁচি পুলিশের একটি টিম। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে মারধর করা হয় বলে যে অভিযোগ তোলেন পুরসভার ক্লার্ক সন্তোষ, ED-র বিরুদ্ধে সেই নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

    রাঁচির আপার চুটিয়ার বাসিন্দা সন্তোষ। তাঁর অভিযোগ, ED-র দুই অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রতীক এবং তাঁর সহযোগী শুভম তাঁকে মারধর করেন। তাঁর মাথার খুলিতে আঘাত লেগেছে। প্রমাণপত্রও সব নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সন্তোষের। তাঁর অভিযোগ, মারধরের পর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মাথায় ছয়টি সেলাই পড়ে। আঘাতের আসল কারণ খোলসা করলে আরও বিপদ হতে পারে, হাসপাতালে তাঁকে এমন হুমকিও দেওয়া হয় বলে দাবি সন্তোষের।

    সন্তোষ জানিয়েছেন, হাসপাতাল থেকে থানায় ফিরিয়ে এনে তাঁর রক্তে ভেজা টিশার্ট জোর করে খুলে নেওয়া হয়। নতুন জামা পরিয়ে 'ইনসিডেন্ট রিপোর্টে' সইও করিয়ে নেওয়া হয় জোর করে। সংবাদমাধ্যম, পুলিশ বা আইনজীবীকে কিছু জানালে স্ত্রী ও সন্তানদেরও জেলে পোরা হবে বলে হুমকি দেন ED আধিকারিকরা। তাঁর অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়। আর তার পরই ED-র বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ।

    ED-র সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের এই টানাপোড়েন কোনও নতুন ঘটনা নয়। বেআইনি খননকার্য থেকে সাহিবগঞ্জ টোল টেন্ডার মামলাতেও সংঘাত দেখা যায় তাদের মধ্যে। এমনকি কেন্দ্রীয় সংস্থার এক্তিয়ার নিয়ে বিশেষ SOP-ও তৈরি করে রাজ্যের সরকার, যা প্রত্যাখ্যান করেছে ED. তবে একদিকে ED যখন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ রাজ্যের হাই প্রোফাইল রাজনীতিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করছে, সেই সময়ই ED-র বিরুদ্ধে তদন্ত শুরু করল রাঁচি পুলিশ। 

    রাঁচি পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ED. ঝাড়খণ্ড পুলিশের সদর দফতরে অসন্তোষের কথা জানিয়েছে তারা। যেভাবে ভোর ৬টায় পুলিশ ED-র দফতরে হাজির হয়, তা নিয়ম বহির্ভূত এবং অকারণ বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ED-কে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

    গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। তাঁর বক্তব্য, 'হাজার হাজার কোটি টাকার দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পুলিশি পদক্ষেপের নামে সেই সব প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা। হেমন্ত সোরেন ভাল করে শুনে রাখুন, ঝাড়খণ্ডকে বাংলা হতে দেব না। দুর্নীতির শাস্তি পেতেই হবে আপনাকে'।

    Click here to Read More
    Previous Article
    Unsafe Pickle: বাজার থেকে কিনে আনা আচারে বিষ, ভেজাল গুড়-ঘিয়েও ছেয়ে গিয়েছে বাজার, পর্দাফাঁস করল FSSAI, ভিডিও ভাইরাল
    Next Article
    Chinese Manja Kite Strings: মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানোর উৎসব, নিষিদ্ধ চিনা মাঞ্জায় দিকে দিকে মর্মান্তিক ঘটনা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment