Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPAC Raid : মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ পুলিশের! সকালেই প্রতীকের বাড়িতে, তারপর...

    4 days ago

    পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : কয়লা পাচার মামলায়, I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভের অফিসে ED-র হানা ঘিরে তোলপাড় রাজ্য। আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র হানা প্রতীক জৈনের বাড়িতে ED, আইপ্য়াকের অফিসে ED-র তল্লাশি। বৃহস্পতিবার ঘটনায়, শেক্সপীয়র সরণি থানায় জোড়া FIR দায়ের হয়েছে। একটি করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আরেকটি স্বতঃপ্রণোদিত FIR করেছে পুলিশ। তার ভিত্তিতে এবার, পুলিশ তদন্ত শুরু করল।   প্রতীক জৈনের বাড়ি থেকে যাবতীয় CCTV ক্যামেরার ফুটেজ ও DVR সংগ্রহ করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।

    বৃহস্পতিবার কয়লাকাণ্ডে দু'জায়গায় তল্লাশি চালায় ইডি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ, I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান ED- আধিকারিকেরা। সকাল ১১টা নাগাদ সেই খবর থানায় জানানো হয়। বেলা ১২টা নাগাদ, প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। তবে ঘরের ভিতরে ঠিক কী হয়েছিল? কীভাবে নথি বাইরে বের করা হল? CCTV ফুটেজ দেখে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

    জানা গিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ED আধিকারিক ও CRPF-এর বিরুদ্ধে, শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানায় মোট দু'টি মামলা দায়ের হয়েছে। একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। পুলিশ। মুখ্যমন্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই প্রতীক জৈনের বাড়ি থেকে, CCTV ক্যামেরার ফুটেজ ও যাবতীয় তথ্য সংগ্রহ করল পুলিশ। এর পাশাপাশি, বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ির নিরাপত্তারক্ষী সহ এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

    ইতিমধ্য়েই, প্রতীক জৈনের ফ্ল্যাটের  পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে, তল্লাশি অভিযানে আসা ED-র টিম সম্পর্কেও খোঁজ খবর শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেদিন তল্লাশিতে আসা ED-র টিমে, কতজন আধিকারিক ছিলেন, কোনও ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা, কতজন CRPF জওয়ান ছিলেন, তা নিয়ে ইডির কাছে জানতে চাওয়া হবে। সেদিন, ED-টিমের সঙ্গে আসা CRPF জওয়ানদের বিরুদ্ধে,পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ডেপুটি কমিশনার সার্জেন্টকে ধাক্কা দেওয়া হয়েছে। ফ্ল্যাটের ভিতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল, তা জানতে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও তাঁর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশের দাবি।

     

    Click here to Read More
    Previous Article
    Weather : মকর সংক্রান্তির আগে হু হু করে বইছে হাওয়া, গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, দোসর এবার বৃষ্টি?
    Next Article
    Train Cancel : কুয়াশার জের, সঙ্গে মেরামতি ! কয়েক সপ্তাহের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন, তালিকায় কলকাতা-হাওড়ার ট্রেনও

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment