SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Indigo Voucher Offer : যাত্রী হয়রানিতে 'মারাত্মক ক্ষতিগ্রস্ত'দের ইন্ডিগোর অফার, ১০,০০০ টাকার ভাউচার দেবে কোম্পানি 

    5 days ago

     

    Indigo Crisis : উড়ান বাতিল পর্ব মিটতেই এবার যাত্রী হয়রানিতে ক্ষতিগ্রস্তদের জন্য অফার আনল ইন্ডিগো এয়ারলায়েন্স (Indigo Voucher Offer) । বৃহস্পতিবার বড় ঘোষণা করেছে কোম্পানি। সংস্থা জানিয়েছে, ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে যাত্রী হয়রানিতে (Indigo Crisis) "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" যাত্রীদের জন্য ১০,০০০ টাকার ভাউচার দেবে কোম্পানি। জেনে নিন, কতদিন পাওয়া যাবে এই ভাউচার। রয়েছে কী কী সুবিধা ?

    কতদিন পাবেন এই সুবিধা
    মনে রাখবেন, ক্রু সংকটের কারণে বিমানবন্দরে যানজটের মধ্যে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকা যাত্রীদের জন্যই ১০,০০০ টাকার ভ্রমণ ভাউচার অফার করেছে কোম্পানি। বিমান সংস্থা জানিয়েছে, আগামী ১২ মাস ধরে ইন্ডিগোর যেকোনও ফ্লাইটের জন্য ভাউচারগুলি ব্যবহার করা যেতে পারে।

    এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, গ্রাহক সেবা তাদের "সবসময় অগ্রাধিকার"। সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে বাতিল হওয়া ফ্লাইটের জন্য টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে কোম্পানি।  ইতিমধ্যেই বহু লেনদেন সম্পন্ন হয়েছে, বাকিগুলি শীঘ্রই পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে।

    কী করতে বলা হয়েছে যাত্রীদের
     ট্রাভেল প্ল্যাটফর্মের মাধ্যমে করা বুকিংয়ের জন্য ইন্ডিগো জানিয়েছে, ফেরতের ব্যবস্থা ইতমধ্য়েই শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিমান সংস্থার সিস্টেমে তাদের বিবরণ অসম্পূর্ণ থাকলে customer.experience@goindigo.in ঠিকানায় লিখতে বলা হয়েছে।

    ইন্ডিগো স্বীকার করেছে যে ৩, ৪ এবং ৫ ডিসেম্বর ভ্রমণকারী যাত্রীদের একটি অংশ বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সময় কাটানোর কারণে উল্লেখযোগ্য সমস্যায় পড়েছে। তারা বলেছে যে ১০,০০০ টাকার ভাউচারগুলি বিশেষভাবে "গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত" যাত্রীদের জন্যই আনা হয়েছে।

     

    Click here to Read More
    Previous Article
    Indian Cricket Team: বিশের বিশ্বকাপপূর্বে আর কয়টি ম্যাচ রয়েছে হাতে? পর্যাপ্ত প্রস্তুতি সারার সুযোগ পাবে ভারতীয় দল?
    Next Article
    বিশ বাঁও জলে আইএসএল, সমাধানের আশায় সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ক্লাবগুলি

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Comments (0)

      Leave a Comment