Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    IND vs SA: শতরান মিস করলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ডবুকে নাম লেখালেন ডি কক

    1 week ago

    চণ্ডীগড়: ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। যদিও দলকে জেতাতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচেও ব্যাট হাতে ঝড় তুললেন কুইন্টন ডি কক। যদিও সেঞ্চুরি মিস করলেন, কিন্তু ৯০ রানের ঝকঝকে ইনিংস খেললেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। আর অর্ধশতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ডও গড়ে ফেললেন ডি কক।

    ভারতের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে সর্বাধিক অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন ডি কক। মোট পাঁচটি অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন ডি কক। নিকোলাস পুরাণ ও জস বাটলারের সঙ্গে এই তালিকায় শীর্ষেই রয়েছেন ডি কক। পুরাণ ২০ ইনিংস সময় নিয়েছিলেন। বাটলার ২৪ ইনিংস খেলেছিলেন। অন্য়দিকে ডি কক এই নজির গড়তে সময় নিলেন মাত্র ১২ ইনিংস।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Proteas Men (@proteasmencsa)

    উল্লেখ্য, বৃহস্পতিবার মুল্লাপুরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে হেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মুল্লাপুরে। যে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন কুইন্টন ডি'কক। তিনি ৪৬ বলে ৯০ রান করেন। রান আউট না হলে সেঞ্চুরি বাঁধা ছিল। শেষ দিকে ডোনোভান ফেরেরার ১৬ বলে ৩০ ও ডেভিড মিলারের ১২ বলে ২০ দক্ষিণ আফ্রিকাকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।

    ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে যে টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে ভারতের ম্যাচ জয়ের রেকর্ডবুক। সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। ২০২৩ সালে বিশাখাপত্তনমে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা তার চেয়েও বড় রানের লক্ষ্য সাজিয়ে দিল ভারতের সামনে। ম্যাচ জিততে হলে কঠোর পরীক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটারদেরজিতলে নতুন রেকর্ড লেখা হবে। ২১৪ করে ম্যাচ জিতলে সেটাই হবে ভারতের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জয়। তবে ভারতীয় ব্যাটারদের জন্য লড়াইটা যে একেবারেই সহজ হবে না, তা নিশ্চিত।

    Click here to Read More
    Previous Article
    Yuvraj Singh And Harmanpreet Kaur: যুবরাজ-হরমনপ্রীতের নামে স্ট্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের মাঝেই দুই বিশ্বকাপজয়ীকে সম্মান
    Next Article
    Yashasvi Jaiswal: ভারতীয় দলে ধুরন্ধর কে? বাহুবলী কে? কাকেই বা 'সাইয়ারা'-র সঙ্গে তুলনা করলেন জয়সওয়াল?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment