Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    IND vs PAK: আরও একবার এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, ঘুরে ফিরে আলোচনায় 'হ্যান্ডশেক' বিতর্ক

    1 week ago

    দুবাই: গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল যতটা না আলোচনায় ছিল, তার থেকে বেশি শিরোনামে উঠে এসেছিল হ্যান্ডশেক বিতর্ক। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দু দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। গত এশিয়া কাপে তো মাঠে দু দলের ক্রিকেটাররা কথা পর্যন্ত বলেননি। এমনকী টসের সময় থেকে শুরু করে ম্য়াচ শেষের পরও ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আগামী ১৪ ডিসেম্বর আরও একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দু দল আমনে সামনে হবে। তার আগে আবার আলোচনার কেন্দ্রে হ্যান্ডশেক ইস্যু।

    আইসিসির তরফে ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশ নিতে চলা আটটি দলকেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা করমদর্ন করেন। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কোচ হৃষিকেশ কানিতকর এবং টিম ম্যানেজার আনন্দ দাতার ও ক্যাপ্টেনের ওপর নির্ভর করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, ''ছেলেদের কিছু বলা হয়নি। তবে বিসিসিআই ম্যানেজার আনন্দ দাতারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এখন যদি ভারতীয় ছেলেরা পাকিস্তান দলের সঙ্গে হাত না মেলায়, তবে ম্যাচ রেফারিকে আগেই জানাতে হবে। আমরা নিশ্চিত ভাবে জানি যে, আইসিসি জুনিয়র ক্রিকেটে রাজনীতিকে সামনে আনতে চায় না''

    এশিয়া কাপের সময়ে ভারত-পাকিস্তান হ্য়ান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল পাকিস্তান। তাঁর বিরুদ্ধে গোটা বিষয়টিকে প্রশয় দিয়ে নিয়মলঙ্ঘনের অভিযোগ আনা হয়। কিন্তু আইসিসি পাইক্রফ্টকে অপসারণের সেই দাবি মানেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তরফে বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়পিসিবির তরফে প্রাথমিকভাবে জানানো হয় তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলবে না। তবে পিসিবির তরফে যেমন কথা তেমন কাজ একেবারেই হয়নিচেয়ারম্যান মহসিন নখবির বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর পাকিস্তান মাঠে নামে।

    প্রাক্তন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। রাজা পাইক্রফ্টকে 'ভারতের ফিক্সার' বলে দাবি করেন। তাঁকে বলতে শোনা যায়, 'ম্যাচ শেষে যেটা বলা হয়েছে (অধিনায়ক সূর্যকুমার ভারতীয় সেনাবাহিনীকে জয় উৎসর্গ করেন), সেটা নিয়ে আমার সবথেকে বেশি সমস্যা। ওটাই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ক্ষমা চেয়ে নেওয়া হয়, তাহলে তো ভালই। ক্রিকেট মাঠ যদি রাজনীতির ময়দানে পরিণত হয়, তাহলে লাভের লাভ কিছুই হয় না। আশা করছি আমাদের দল আরও ভাল পারফর্ম করবে। '

    Click here to Read More
    Previous Article
    IND vs SA Match Highlights: ব্যর্থ তিলকের লড়াই, ভারতকে ৫১ রানে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
    Next Article
    Yuvraj Singh And Harmanpreet Kaur: যুবরাজ-হরমনপ্রীতের নামে স্ট্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের মাঝেই দুই বিশ্বকাপজয়ীকে সম্মান

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment