Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ: শ্রেয়স থাকলেও কেন চতুর্থ টি-২০তে ছয় ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল ভারত? হারের পর ব্যাখা দিলেন সূর্যকুমার

    2 days ago

    বিশাখাপত্তনম: প্রথম তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ় আগেই পকেটে পুরে নিয়েছিল ভারত। বুধবার, বিশ্বকাপপূর্বে ফর্ম ও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই চতুর্থ টি-টোয়েন্টিতে (IND vs NZ 4th T20I) মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে সেই ম্যাচে ৫০ রানে হারতে হল ভারতীয় দলকে। মাত্র ছয় জন ব্যাটারকে নিয়ে এইদিন মাঠে নেমেছিল ভারতীয় দল। অনেকেই এই সিদ্ধান্তে খানিকটা আশ্চর্যই হয়েছেন। তবে অধিনায়ক সূর্যের দাবি ভারতীয় দল এদিন ইচ্ছে করে এক ব্যাটার কম নিয়ে মাঠে নেমেছিল।

    সূর্যর দাবি নিজেদের চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যেই ভারত ছয় ব্যাটার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি ম্যাচের পর বলেন, 'আমার মতে আমরা ইচ্ছা করেই আজ ছয়জন ব্যাটার নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা পাঁচ বোলারকে খেলিয়ে নিজেদের চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। আমরা ধরুন ২০০ বা ১৮০ রানের লক্ষ্য তাড়া করছি এবং তখন দ্রুত দুই, তিন উইকেট পড়ে গেল, সেক্ষেত্রে আমরা কী করব সেটা দেখতে চেয়েছিলাম। ঠিক আছে। আমরা বিশ্বকাপের দলে থাকা সকল খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। তেমনটা না হলে বাকিদের তো সুযোগ দেওয়াই হত।'

    ভারতীয় অধিনায়ক আরও যোগ করেন, 'আমরা প্রথমে ব্যাট করে কিন্তু খুব ভালই ব্যাটিং করেছি। তাই আমি চেয়েছিলাম যে আমরা ১৮০, ২০০ রান তা়া করতে নেমে শুরুতে দুই, তিন উইকেট পড়ে গেলে দলের বাকিরা কেমনভাবে চ্যালেঞ্জটা নেয়, সেটা দেখতে। চ্যালেঞ্জটা বেশ ভালই ছিল। আশা করছি যদি আমরা আবার সুযোগ পাই, তাহলে আবারও রান তাড়া করব।'

    চতুর্থ টি-২০ ম্যাচে বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। বিশাখাপত্তনমের ব্যাটিং সহায়ক পিচে শুরুতে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তোলে ২১৫/৭। ঝোড়ো শুরু করেছিলেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার- টিম সেফার্ত ও ডেভন কনওয়ে। মাত্র ৮.২ ওভারে ১০০ রান তোলেন দুইজনে। ২৩ বলে ৪৪ করেন কনওয়ে। ৩৬ বলে ৬২ রান করলেন কিউয়ি উইকেটকিপার সেফার্ত।

    রান তাড়া করতে নেমে প্রথম বলেই অভিষেক শর্মাকে হারিয়ে বসে ভারত। রিঙ্কু সিংহ ৩০ বলে ৩৯ ও সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করেন। কার্যত হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন শিবম দুবে। ১৫ বলে হাফসেঞ্চুরি করে ভারতকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে স্বপ্ন চুরমার হয়ে গেল একটি অঘটনে।

    ম্যাট হেনরির বলে শট খেলেছিলেন হর্ষিত রানা। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে ততক্ষণে বেরিয়ে এসেছেন শিবম। কিন্তু হর্ষিতের সেই শট বোলার হেনরির হাতে লেগে ভেঙে দেয় স্টাম্প। শিবম ক্রিজের বাইরে। রান আউট হয়ে যান মুম্বইয়ের তারকা। ২৩ বলে ৬৫ রান করেন। তারপর আর ভারতের হয়ে জয়ের তেমন কোনও আশা ছিল না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২১৬ তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। 

    Click here to Read More
    Previous Article
    Flight Accident: ফের বিমান দুর্ঘটনা, আকাশেই ভেঙে চুরমার সব! প্লেনের Crew- সহ মৃত্যু কমপক্ষে ১৫ জনের
    Next Article
    T20 World Cup 2026: লিটনদের আগেই বাদ দেওয়া হয়েছিল, এবার টি-২০ বিশ্বকাপে 'বাতিল' বাংলাদেশের সাংবাদিকরাও!

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment