Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ: রবিবার থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড ওয়ান ডে সিরিজ, এই ফর্ম্যাটে কার পাল্লা ভারী?

    4 days ago

    বঢোদরা: আগামীকাল ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড ওয়ান ডে সিরিজ (India vs New Zealand ODI Series)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর কিছুদিনের বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। প্রত্য়েকেই কম বেশি ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। ম্য়াচ প্র্যাক্টিসের মধ্যে রয়েছেন প্রত্যেকেই। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ ওয়ান ডে সিরিজ ভারতের জন্য। তার থেকেও বড় কথা ফের একবার ২২ গজে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তার আগে দেখে নেওয়া যাক এই ফর্ম্য়াটে দুই দলের সাক্ষাতে কার পাল্লা ভারী----

    ১৯৭৫ সালে প্রথমবার ওয়ান ডে ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে ১২০ ম্য়াচে আমনে সামনে হয়েছে দুটো দল। তার মধ্য়ে কিছুটা এগিয়ে রয়েছে ভারতই। তারা ৬২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে ৫০ ম্য়াচে কিউয়িরা জয় ছিনিয়ে নিয়েছে। সাত ম্যাচে খেলার কোনও ফল বেরয়নি।

    ওয়ান ডে ফর্ম্য়াটে দুদলের ব্যাটারদের মধ্য়ে সবচেয়ে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার ৪২ ম্য়াচ খেলে ১৭৫০ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ তাঁর অপরাজিত ১৮৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৩ ম্য়াচে ১৬৫৭ রান করেছেন। অপরাজিত ১৫৪ রান করেছেন। তালিকায় পরের তিনটি স্থানে রয়েছেন রস টেলর, কেন উইলিয়ামসন ও নাথান অ্য়াস্টেল। এঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিই আগামীকাল থেকে শুরু হতে চলা সিরিজে খেলবেন।

    ফের আইসিসিকে চিঠি বিসিবির

    টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) বৃহস্পতিবার ফের ই-মেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)বিষয়টির সত্যতা স্বীকার করে বিসিবি-র এক কর্তা বলেছেন, 'আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছে, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা সম্ভব নয়। বিশেষ করে সম্প্রচারকারী চ্যানেল বেঁকে বসবে। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও বিসিবিকে আশ্বস্ত করেছে আইসিসি। পাশাপাশি আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি আরও কিছু যোগ করতে চাইলে সেটা বিবেচনা করা হবে। বৃহস্পতিবার ফের ই-মেল পাঠিয়েছে বিসিবি। তার জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: ফাইনালে ভারতকে হারিয়ে মারক্রাম টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুলুক, স্বপ্ন দেখছেন গ্রেম স্মিথ
    Next Article
    WPL 2026: শুরুতেই হার গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জিতল স্মৃতির বেঙ্গালুরু

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment