Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gautam Gambhir: টেস্ট কোচ হিসাবে চাকরি হারাচ্ছেন গম্ভীর? কী বললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা?

    2 weeks ago

    নয়াদিল্লি: ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসাবে তাঁর চুক্তি রয়েছে। তাঁর তত্ত্বাবধানে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো টুর্নামেন্টও জিতেছে। তা সত্ত্বেও ভারতীয় দলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন।

    সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য এলে গম্ভীর-জমানায় ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় ড্র করা বাদে লাল বলের ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের জন্য বারংবার সমালোচিত হয়েছেন। ঘরের মাঠে নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। SENA দেশগুলির বিরুদ্ধে গম্ভীরের কোচিংয়ে ১০টি টেস্ট হেরেছে ভারত। 

    এই জন্যই বিভিন্ন মহল থেকে গম্ভীরকে টেস্ট কোচের পদ থেকে অপসারণের দাবি উঠছে। এরই মধ্যে আবার শোনা গিয়েছিল ভারতীয় বোর্ডের তরফে মৌখিকভাবে ভিভিএস লক্ষ্মণ টেস্ট দলের কোচ হতে চান কি না, জিজ্ঞেস করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী তাঁকে ভারতীয় বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি মৌখিকভাবে টেস্ট দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী কি না জিজ্ঞেস করা হয়েছে। তবে শোনা যাচ্ছে লক্ষ্মণ এই প্রস্তাব নাকচ করে দিয়েছন। তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে 'হেড অফ ক্রিকেট'-র ভূমিকাতেই খুশি বলে জানিয়েছেন লক্ষ্মণ।

    অবশ্য এই জল্পনা যে ভিত্তিহীন, তা আগেই জানিয়েছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব সম্প্রতি Sports Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'এটা গোটা বিষয়টাই গুজব। আমরা কারুর সঙ্গেই (ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার) এই বিষয়ে কথাবার্তা বলিনি বা প্রস্তাব দিইনি। ও (গৌতম গম্ভীর) চুক্তি অনুযায়ীই নিজের কাজ চালিয়ে যাবে।' এবার একই সুরে কোচ গম্ভীরকে নিয়ে সংশয়ের জল্পনা নস্যাৎ করলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লাও।

    ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, 'আমি গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় যে জল্পনা কল্পনা চলছে সেই নিয়ে আমি কথা বলতে চাই। বিসিসিআই সচিবও এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গম্ভীরকে অপসারণের বা ভারতের নতুন কোচ নিয়োগে।র কোনও পরিকল্পনা নেই। এই যে জল্পনাটা শোনা যাচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল। এটা খালি জল্পনাই। অনেক নামী সংবাদসংস্থাও এই খবরটা করছি। এই বিষয়ে কোনও সত্যতা নেই। বিসিসিআই সরাসরি এই গুজব নস্যাৎ করছে। লোকজন জল্পনা করতই পারেন, কিন্তু বিসিসিআইয়ের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এটি তথ্যগত ভুল এবং ভিত্তিহীন খবর।'

    Click here to Read More
    Previous Article
    West Bengal NEWS Live : 'বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ হবে' : অমিত শাহ
    Next Article
    Gold Price Today: রেকর্ড হারে বাড়ছে রুপোর দাম, বছর শেষে সোনার দামে স্বস্তি?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment