Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Dev on SIR Notice: SIR শুনানিতে ডাক, অবশেষে মুখ খুললেন দেব! বললেন, 'আমাকে আগেই ফোন করে..'

    1 week ago

    কলকাতা: SIR-এর শুনানিতে ডাকা হয়েছে তাঁকে! এই খবর ছড়িয়ে পড়তেই হইচই, সবাই অবাক ও! তিনি টলিউডের প্রথম সারির অভিনেতা, পাশাপাশি শাসকদলের সাংসদ ও! এহেন দেব (Dev)-এর নাকি ডাক পড়েছে SIR-এর শুনানিতে! শুধু একা দেব নয়, ডাক পড়েছে বাড়ির একাধিক সদস্যেরও। এ নিয়ে এই প্রথম মুখ খুললেন দেব। সদ্য মুক্তি পেয়েছে দেবের নতুন সিনেমা, 'প্রজাপতি ২'। প্রেক্ষাগৃহে সাফল্য পেয়েছে এই সিনেমা, এখনও চলছে রমরমিয়ে। পাশাপাশি, বিভিন্ন জায়গায় শো করতেও গিয়েছেন দেব। তবে এবার, একটি অনুষ্ঠানে গিয়ে, SIR শুনানিতে ডাক পড়া নিয়ে মুখ খুললেন দেব!

    SIR শুনানিতে ডাক পড়া নিয়ে দেব বলেন, 'আমি আগেই শুনেছিলাম, আমার কাছে নোটিস আসবে। আমায় BLRO ফোন করেছিলেন। আমি এ নিয়ে একটা কথাই বলতে পারি, আমি দেশের একজন নাগরিক। কোনও আইনের বাইরে আমি নই। দেশের সবার জন্য যা আইন তৈরি হয়েছে, তা আমার জন্যও বর্তায়। আমি এই দেশে থাকি ফলে আমিও আইন মানতে বাধ্য। এর থেকে বেশি আর কিছু আমি বলতে চাই না।'

    দেবের নতুন সিনেমা

    বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব । পদ্মশ্রী করিমুল হকের জীবনে গল্প অনেকেরই জানা। অ্যাম্বুল্যান্সের অভাবে প্রয়াত হয়েছিলেন তাঁর মা। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের মানুষেরা। তারপরেই করিমুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেন, গ্রামের কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে মারা না যান। বাইকে করেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের। বাস্তবের সেই নায়ককে নিয়েই দেবের নতুন সিনেমা।

    পাশাপাশি সদ্যই, দেব আর তাঁর প্রযোজনা সংস্থার পেজ থেকে ঘোষণা করা হয়েছে আরেক নতুন ছবির। এবার পুজোয় মুক্তি পাচ্ছে, দেব ও শুভশ্রী জুটির সপ্তম ছবি। যে জুটির ষষ্ঠতম ছবিকেই এই জুটির শেষ ছবি বলে মনে করছিলেন অনেকে, তাঁদের জন্য সুখবর। এখনও পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি। সদ্য মুক্তি পেয়েছে, 'প্রজাপতি ২'। আর সেই ছবির জন্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে নাকি পুজোর সময় ছবি মুক্তি দিতে বারণ করেছে স্ক্রিনিং কমিটি। তবে সেই সমস্তকিছুকে নস্যাৎ করে দেব ঘোষণা করে দিলেন, এবার পুজোয় ১০ বছর পরে ফের শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

    আরও একটি ছবির ঘোষণা করেছেন দেব। চলতি বছরেই মুক্তি পাবে, দেবের সিনেমা 'টনিক'-এর সিক্যুয়াল, 'টনিক ২'।

    Click here to Read More
    Previous Article
    Sudha Chandran: নতুন চরিত্রের প্রয়োজনেই 'অস্বাভাবিক' আচরণ সুধা চন্দ্রনের? কী বললেন অভিনেত্রী?
    Next Article
    Debit Card Usage: এই পাঁচটি জায়গায় ডেবিট কার্ড ব্যবহার করেন? বড় বিপদে পড়তে চলেছেন আপনি!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment