Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Damien Martyn: 'I am back', মৃত্যুমুখ থেকে প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট প্রাক্তন বিশ্বজয়ীর

    5 days ago

    সিডনি: মেনিনজাইটিসের ফলে কোমায় চলে গিয়েছিলেন। প্রাণ যায় যায় অবস্থা। তবে তিনি তো চ্যাম্পিয়ন, বিশ্বক্রিকেট শাসন করা অস্ট্রেলিয়ান দলের অন্যতম সদস্য। সহজে তো তিনি হেরে যান না। জীবনযুদ্ধেও হারেননি ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)। কোমা থেকে ফিরে এসে এবার এক আবেগঘন পোস্টে নিজের স্বাস্থ্যের আপডেট সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা প্রাক্তনী। 

    আগে জানা গিয়েছিল কোমা থেকে জেগে উঠেছেন মার্টিন। প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট গত সপ্তাহেই জানিয়েছিলেন মার্টিন হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন। এবার অনেকটা সুস্থ হয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মার্টিন লিখলেন, 'এই পোস্টটা আমার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত মানুষজন যারা আমার খোঁজখবর জানতে চেয়েছেন, তাঁদের ধন্য়বাদ জানিয়েই করছি। ২৭ ডিসেম্বর, ২০২৫-এ আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাত থেকে চলে গিয়েছিল। আমার মস্তিষ্কে মেনিনজাইটিস দখলে নিয়ে নিয়েছিল এবং এর সঙ্গে লড়াইয়ের জন্য আমায় কোমায় রাখা হয়েছিল। আর আমি লড়েছি।'

    মার্টিন জানান তাঁর জীবন-মরণের ৫০-৫০ শতাংশ সম্ভাবনা ছিল। তিনি কথা বলতে, হাঁটতে পারছিলেন না বলেও জানান মার্টিন। তবে সকলকে চমকে দিয়ে তিনি ফিরে আসেন এবং পাশাপাশি জীবন যে অনিশ্চিত সেটাও তাঁকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। 'আমায় ৫০/৫০ সুযোগ দেওয়া হলেও আমি আটদিন পর কোমা থেকে ফিরে আসি। তবে হাঁটতে বা কথা বলতে পারছিলাম না। তবে ঠিক চারদিন পর ডাক্তারদেরও চমকে দিয়ে আমি হাঁটাচলা ও কথা বলা শুর করি এবং ওঁদের প্রমাণ করে দিই যে আমায় হাসাপাতাল থেকে এবার কেন ছাড়তে হবে। বাড়ি ফিরতে পেরে, সমুদ্র তটের বালিতে পা দিয়ে হাঁটতে পেরে অত্যন্ত খুশি আমি। আর আমার ও আমার পরিবারকে যারা এই সময়ে সমর্থন জানিয়েছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা কিন্তু আমায় বুঝিয়ে দিয়েছে যে জীবন কতটা অনিশ্চিত........ধন্যবাদ! ২০২৬ এগিয়ে এস... আমি ফিরে এসেছি।' লেখেন মার্টিন।

     

    প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এহেন অভাবনীয় প্রত্যাবর্তনে যে ক্রিকেটমহলে খুশির হাওয়া, তা কিন্তু বলাই বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    Shreyanka Patil: WPL-র ইতিহাসে কনিষ্ঠতম বোলার হিসেবে এই অনন্য নজির গড়লেন শ্রেয়ঙ্কা পাতিল
    Next Article
    Bangladesh Cricket: প্রতিবাদী খেলোয়াড়দের হুমকি! মিথুনের অভিযোগের পরেই নড়েচড়ে বসে তদন্তের আশ্বাস দিল বাংলাদেশ বোর্ড

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment