Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh Cricket: প্রতিবাদী খেলোয়াড়দের হুমকি! মিথুনের অভিযোগের পরেই নড়েচড়ে বসে তদন্তের আশ্বাস দিল বাংলাদেশ বোর্ড

    5 days ago

    ঢাকা: যত বিতর্ক বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট ঘিরে এখন চর্চার অন্ত নেই। কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে চর্চা তো আবার কখনও বোর্ড কর্তার বিতর্কিত মন্তব্য কেড়ে নিয়েছে শিরোনাম। ক্রিকেটারদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ তারকারা বোর্ড কর্তা নাজমুল ইসলামের পদত্যাগের দাবি করেন। সেই নিয়ে বয়কটও ডাকেন। এই আবহেই তারকাদের অনেককেই নাকি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মহম্মদ মিথুন (Mohammad Mithun)। সেই বিষয়ে এলবার তদন্তে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।

    বাংলাদেশ ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান মিথুন খেলোয়াড়দের এই বিরোধে একেবারে সম্মুখসমরে ছিলেন। তিনিই এক সাক্ষাৎকারে প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়টি তুলে ধরেন। কোয়াবের সভাপতি জানান, 'আমি বোর্ডকে এখনও কিছু জানাইনি। অপরিচিত ফোন নম্বর থেকে আমি ফোন ধরছি না। তবে ওয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস নোট তো আর আমি থামাতে পারি না। কোয়াবের তরফে আমার নম্বর সাংবাদিকদের কাছে যায় এবং সেই কারণে আমার নম্বরটা সকলের কাছেই উপলব্ধ। সেই কারণে আমি বেশি ফোন পাই। তবে অন্যান্য ক্রিকেটারদের থেকেও শুনেছি ওরাও না না রকমভাবে, না না ধরনের হুমকি পেয়েছে। বোর্ডের সঙ্গে এই নিয়ে এখনও কথা বলিনি।'

    প্রতিবাদী ক্রিকেটারদের এই হুমকি পাওয়ার বিষয়ে তৎপর বাংলাদেশ বোর্ড। তাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে খেলোয়াড়দের এই হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে তারা তদন্ত করবে। বিসিবি ডিরেক্টর ইফতিকার জানান, 'সকলেই জানেন আমাদের একটি নিরাপত্তা বিভাগ রয়েছে। আমি এই সদ্যই ক্রিকেটারদের উদ্বেগ বিষয়টি ওই ফোন পাওয়ার, এসব বিষয়ে জানতে পারলাম। আমরা নিরাপত্তা বিভাগকে এই বিষয়টি তদন্ত করতে, সামলাতে বলব। এই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন।'                       

    পাশাপাশি ইফতিকার আরও জানান বোর্ড নাজমুল ইসলামের তামিম ইকবালকে 'ভারতের চর' বলার মন্তব্য নিয়েও আলোচনায় বসছে। 'ও (নাজমুল) আরও না না কথা বলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমি নিশ্চিত করতে চাই যে বোর্ড সভাপতি নিজে এহেন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওকে বিষয়টি জানিয়েছেন। ওকে এমন কিছু বলা হয়নি বলে এক সাংবাদমাধ্যমে ও দাবি করেছে বটে, তবে ওকে সতর্ক করা হয়েছে বলেই আমি নিশ্চিত করতে চাই।' জানান বিসিবি ডিরেক্টর।

    Click here to Read More
    Previous Article
    Damien Martyn: 'I am back', মৃত্যুমুখ থেকে প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট প্রাক্তন বিশ্বজয়ীর
    Next Article
    T20 World Cup 2026: মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন ক্যারিবিয়ান কিংবদন্তি বোলার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment