Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Budget 2026 : জিনিসপত্রের দাম কমবে ? নতুন করে ট্যাক্সে পরিবর্তন ! কবে, কখন, কোথায় সরাসরি দেখতে পারবেন বাজেট ২০২৬ ?

    3 days ago

    Nirmala Sitharaman : ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ট্যারিফ জ্বালার মধ্যেই পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের (Budget 2026) কেন্দ্রীয় বাজেট। দেশের অর্থনীতির হাল ধরতে সংস্কারের পথে হাঁটবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ? সেই ক্ষেত্রে কী লাভ হবে দেশবাসীর। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে ? পেট্রোল (Petrol Price), ডিজেল (Diesel Price), গ্যাসের দাম থেকে স্বস্তি পাবে সাধারণ মানুষ ? জানতে হলে সরাসরি দেখুন এবিপি আনন্দের ইউটিউবে।

    [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

    কোন পথে দেশের অর্থনীতি 
    দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক ঘটনার মধ্যে পড়ে এই কেন্দ্রীয় বাজেট। যেখানে দেশের অর্থনৈতিক বৃদ্ধি, কর ব্যবস্থা, কল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক ব্যয়ের জন্য রোডম্যাপ তুলে ধরে সরকার। মনে করা হচ্ছে, ২০২৬ সালের বাজেটে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, পরিকাঠামো, সামাজিক কল্যাণ ও আর্থিক শৃঙ্খলার মতো মূল ক্ষেত্রগুলিতে মনোযোগ দেওয়া হবে। বিশেষ করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখেই ছকে ফেলা হয়েছে এবারের বাজেট। 

    কী কী সুবিধার কথা আশা করছে দেশবাসী
    এবারের বাজেটেও আয়করের স্তর, জ্বালানির দাম থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও পরিকাঠামো প্রকল্পের দিকে নজর থাকবে মানুষের। আপনি যদি ২০২৬ সালের বাজেট সরাসরি দেখার পরিকল্পনা করেন, তবে আপনার যা যা জানা দরকার তা এখানে রয়েছে।

    ১. ২০২৬ সালের বাজেট কবে পেশ করা হবে?
    ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি, ২০২৬ পেশ করা হবে। ঐতিহ্য মেনে বাজেট বক্তৃতা ভারতীয় সময় সকাল ১১:০০টায় সংসদে শুরু হবে। অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করবেন।

    ২. বাজেট কোথায় পেশ করা হবে?
    ২০২৬ সালের বাজেট নয়াদিল্লির সংসদ ভবনে লোকসভায় পেশ করা হবে। বক্তৃতার পর বাজেট সংক্রান্ত নথি লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই পেশ করা হবে।

    ৩. টিভিতে ২০২৬ সালের বাজেট সরাসরি কোথায় দেখবেন
    দর্শকরা সংসদ টিভি, ডিডি নিউজ ও অন্যান্য প্রধান সংবাদ চ্যানেলগুলিতে কেন্দ্রীয় বাজেট সরাসরি দেখতে পারবেন। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করার কিছুক্ষণ আগে সরাসরি সম্প্রচার শুরু হবে।

    ৪. অনলাইনে ২০২৬ সালের বাজেট সরাসরি কীভাবে দেখবেন
    ২০২৬ সালের বাজেট ডিজিটাল প্ল্যাটফর্মেও সরাসরি সম্প্রচার করা হবে। মানুষ সংসদ টিভির ইউটিউব চ্যানেল, পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং সরকারি ওয়েবসাইটগুলিতে বক্তৃতাটি দেখতে পারবেন। সংবাদ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলিতেও সরাসরি আপডেট পাওয়া যাবে।

    ৫. বাজেটের মূল বিষয় ও নথি কোথায় পড়বেন
    বাজেট বক্তৃতার পর, বাজেটের সারসংক্ষেপ, কর প্রস্তাব এবং ব্যয়ের বিবরণ সহ সরকারি নথিগুলি কেন্দ্রীয় বাজেটের ওয়েবসাইট এবং প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) পোর্টালে আপলোড করা হবে। সংবাদ ওয়েবসাইটগুলিও পাঠকদের জন্য সহজ ব্যাখ্যা এবং মূল বিষয়গুলি সরবরাহ করবে।

    [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

    Click here to Read More
    Previous Article
    Virat Kohli on Arijit Singh: 'আমিই বোধহয় ওঁর সবচেয়ে বড় অনুরাগী', অরিজিতের 'অবসর'-এর পরে ভাইরাল কোহলির পুরনো পোস্ট
    Next Article
    Flight Accident: ফের বিমান দুর্ঘটনা, আকাশেই ভেঙে চুরমার সব! প্লেনের Crew- সহ মৃত্যু কমপক্ষে ১৫ জনের

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment