SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Bollywood News: বিয়ে একটি ‘সেকেলে রীতি’, বললেন জয়া বচ্চন, অমিতাভও কি একমত? জানালেন...

    1 week ago

    মুম্বই: কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই বিয়ে করেছিলেন। বিয়ে দিয়েছেন নিজের ছেলেমেয়েরও। কিন্তু নাতনি নব্যা নন্দার বিয়ে করুন, তা চান না অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। বিয়ে সম্পর্কে নিজের মতামতও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, বিয়ে একটি ‘সেকেলে রীতি’। বিয়ে জীবনের লক্ষ্য় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। (Jaya Bachchan)

    সম্প্রতি একটি অনুষ্ঠানে বিয়ে সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরেন জয়া। আইনি বৈধতা কোনও সম্পর্কের সংজ্ঞা হতে পারে না বলে জানান। জয়ার কথায়, “দিল্লির লাড্ডু খেলেও মুশকিল, না খেলেও মুশকিল। জীবনকে উপভোগ করুন। (Bollywood News)

    আপনাদের (কাগজ-কলমে সই) করতে হবে না। সেই সময় তো রেজিস্টারে সইই করিনি আমরা। সই করতে হয় পরে জেনেছিলাম। বিয়ের কত বছর পর যে সই করেছিলাম জানি না। অর্থাৎ বেআইনি ভাবে একসঙ্গে থাকছিলাম আমরা।”

    জয়ার মতে, বিয়ে এমন একটি রীতি, যা সমাজ বানিয়েছে। বর্তমানে বিয়ের ততটাও গুরুত্ব নেই। পারস্পরিক বোঝাপড়া, সম্মানের উপর ভিত্তি করেই সম্পর্ক গড়ে ওঠে। শুধুমাত্র রীতিনীতির দ্বারা সম্পর্ক টেকে না। বিয়ের জন্য মেয়েদের উপর সমাজ-সংসারের চাপ থাকে বলে মনে করেন জয়া, যাতে একদমই সায় নেই তাঁর। 

    আর তাতেই জয়া জানান, তিনি চান না নাতনি নব্যা বিয়ে করুন। জয়া বলেন, “নব্যার এখন বিয়ের ব্যাপারে ভাবাই উচিত নয়। আগে কেরিয়ারের উন্নতি, বিয়ে পরে। আমি তো চাই না নব্যা বিয়ে করুক। আমি দিদা। নব্যা ২৮-এ পা রাখতে চলেছে। অল্পবয়সি ছেলেমেয়েদের কোনও পরামর্শ দিতে চাই না। আজকালকার ছেলেমেয়েরা স্মার্ট।”

    বরাবরই সোজাসাপটা কথা বলেন জয়া। বিয়ে নিয়েও নিজের মতামত জানাতে কোনও দ্বিধা করেননি তিনি। জয়ার মতে, সমাজের চোখে বিয়ে একটি বড় দায়িত্ব, বিশেষ করে মেয়েদের জন্য। ছোট্ট বয়স থেকে মেয়েদের ঘর-সংসারের কাজ শেখানোর রীতি রয়েছে। বিয়ের জন্য প্রস্তুত করার নামে আসলে মেয়েদের জন্য সীমা নির্ধারণ করে দেওয়া হয় বলেই মত জয়ার। বর্তমানে মেয়েরা স্বাবলম্বী। তাই বিয়ে জীবনের লক্ষ্য হওয়া উচিত নয় বলে জানান তিনি।

    বিয়ে নিয়ে অমিতাভ বচ্চন কী ভাবেন, তাও জানতে চাওয়া হয় জয়ার কাছে। তিনি বলেন, "আমি ওঁক জিজ্ঞেস করিনি। উনি হয়ত বলবেন, 'জীবনের সবচেয়ে বড় ভুল'। কিন্তু আমি ওটা শুনতে চাই না।"

    Click here to Read More
    Previous Article
    Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, ২৩ জন নিহত, বহু হতাহতের খবর
    Next Article
    Bengal SIR Row : ফের কমিশনের নির্দেশ অমান্য? স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার

    Related ভারত Updates:

    Comments (0)

      Leave a Comment