Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Bengal SIR Row : বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ ! ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভ

    1 week ago

    কলকাতা:  ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সঠিকভাবে খসড়া তালিকা প্রকাশ না হওয়ার অভিযোগে বিক্ষোভ। কখন থেকে শুনানি শুরু, নির্দেশিকায় অস্পষ্টতার অভিযোগ। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগেও তৃণমূলপন্থীদের বিক্ষোভ। 

    [yt]https://youtu.be/DMUzamvSPDQ?si=4YNpdboqQ9vabNuN[/yt]

    আরও পড়ুন, পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা অরূপ ও সুজিতের গ্রেফতার চাই, বললেন শুভেন্দু

    এনুমারেশন পর্ব শেষের পর ফের কমিশনের নতুন নির্দেশিকা জারির প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করে পাঠাতে হবে রিপোর্ট। অ্যাপে নতুন অপশন চালুর পরেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী BLO-দের একাংশ। CEO অফিসের সামনে চলল প্রতিবাদ। বিভিন্ন জেলাতেও দেখা গেল একই বিক্ষোভের ছবি। বৃহস্পতিবারই শেষ হয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব।তারপরও শুক্রবার ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দেখা গেল BLO-দের একাংশের বিক্ষোভ!BLO অধিকার রক্ষা কমিটি বিক্ষোভকারী বলেন, BLO- দের ওপর এইভাবে মানসিক অত্যাচার কেন ECI-এর জবাব চাই, জবাব দাও। 

    SIR শুরু হওয়ার পর থেকেই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন BLO-দের একাংশ। উগরে দিয়েছেন ক্ষোভ। এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের পরও, তা চলছেই। নির্বাচন কমিশন তাদের অ্যাপে এবার 'সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন' নামে নতুন অপশন এনেছে। যেখানে বলা হয়েছে, 'একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে'। 'পরীক্ষা করে সেই রিপোর্ট BLO অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে'। রামপুরহাট বিক্ষোভকারী BLO  নির্মল মণ্ডল বলেন, প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেগুলো আমরা নিতে পারছি না। সালানপুর ১২৭ পার্ট BLO  পূর্ণচন্দ্র মাঝি বলেন, কালকে আপডেট করার পর দেখছি প্রায় ২০০ আমার কাছে ফর্ম এসেছে, সেগুলো রি-ভেরিফাই করতে হবে! 

    এই নতুন নির্দেশিকার বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন তৃণমূলপন্থী সংগঠন 'BLO অধিকার রক্ষা কমিটি'। BLO অধিকার রক্ষা কমিটি  সদস্য় বলেন, জমা দেওয়ার পর নতুন ট্যাবে অ্যাড করে দেখাচ্ছে আবার রি ভেরিফিকেশন! প্রথমেই দেওয়া হল না কেন? সমস্ত রাজ্যেই (SIR-এর) সময় বাড়িয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ বঞ্চিত কেন? BLO অধিকার রক্ষা কমিটি  বিক্ষোভকারী বলেন, প্রত্যেকদিন নতুন নতুন অপশন দিচ্ছে। আজকে দেখতে পেলাম সকালে ফটো ডুপ্লিকেট অপশন। আমাদের ভেরিফিকেশন করতে হবে।  প্রত্যেকদিন কাজের চাপ বাড়াতে থাকলে আমরা কী করব? এনুমারেশন পর্ব শেষের পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুরে প্রতিবাদে সামিল হন BLO-দের একাংশ।
     
     

    Click here to Read More
    Previous Article
    IPL Auction 2026: গ্রিনের পর ফের বিরাট দর, এবার ইতিহাস গড়ে পাথিরানাকে দলে নিল কেকেআর
    Next Article
    Maharashtra News: দুধের ব্যবসা শুরুর আগেই বিপর্যয়, ১ লক্ষ টাকার ঋণ ফুলেফেঁপে ৭৪ লক্ষ, এজেন্ট ধরে বিদেশে কিডনি বেচলেন কৃষক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment