SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    BCCI Contracts: রোহিত শর্মা, বিরাট কোহলির বেতন থেকে কাটা যাবে দুই কোটি টাকা! কিন্তু কেন?

    5 days ago

    নয়াদিল্লি: প্রতি বছরই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। কয়েকজন ক্রিকেটারকে মূলত চারটি ক্যাটাগরিতে ভাগ করে বিসিসিআই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়। সেই আওতায় গত বছরও একেবারে সর্বোচ্চ তালিকায় ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit sharma)।

    তবে বিগত এক বছরে বেশ কিছু বদল হয়েছে। রোহিত এবং বিরাট, দুই মহাতারকাই টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এরপরেই তাঁদের সর্বোচ্চ চুক্তিতে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ম্যাচে অংশগ্রহণ, সব মিলিয়েই বার্ষিক চুক্তির ক্যাটাগরি তৈরি করা হয়। সেখানে রোহিত এবং বিরাট, দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন। দুইজনেই কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। 

    এর ফলে রোহিত এবং বিরাটকে সর্বোচ্চ 'A+' থেকে 'A' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে বলে অনেক জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে। এই ক্যাটাগরিতে ডিমোশন হলে কিন্তু তার সরাসরি প্রভাব দুই তারকার আয়ে পড়বে। ভারতীয় বোর্ড সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক সাত কোটি টাকা করে দেয় বলে খবর। সেখানে 'A' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি টাকা পান। বিরাট, রোহিত এক ক্যাটাগরি নীচে নামলে, তাই তাদের বার্ষিক বেতন আগের থেকে দুই কোটি টাকা কমবে।           

    তবে আরেক সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাডেজাও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তিনি এখনও পর্যন্ত ওয়ান ডেতে খেলা চালিয়ে যাচ্ছেন, তাই তাঁকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা হবে বলেই খবর। অপরদিকে, ভারতের টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক শুভমন গিল গত বছরের চুক্তিতে এক ধাপ নীচে 'A' ক্যাটাগরিতে ছিলেন। তিনি বিগত এক বছরে দুই ফর্ম্যাটের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তাঁর বার্ষিক চুক্তিতে উন্নতি হতে পারে বলেই শোনা যাচ্ছে।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ১৯ ডিসেম্বর হবে । একটি প্রতিবেদন অনুসারে, এই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভা হতে পারে। এই মিটিংয়ে শুভমন গিলকে পদোন্নতি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত গোটাটাই জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিন্তু কিছু ঘোষণা করা হয়নি।          

    Click here to Read More
    Previous Article
    Plane Crash Landing on Car: আকাশ থেকে সটান নেমে এল বিমান, আছড়ে পড়ল চলন্ত গাড়ির উপর, ভয়ঙ্কর ঘটনা ফ্লোরিডায়, ভিডিও ভাইরাল
    Next Article
    Indian Cricket Team: বিশের বিশ্বকাপপূর্বে আর কয়টি ম্যাচ রয়েছে হাতে? পর্যাপ্ত প্রস্তুতি সারার সুযোগ পাবে ভারতীয় দল?

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment